ইডি এবং তৃণমূলের দুটি মামলারই ১৪ জানুয়ারি একসঙ্গে শুনানি
কলকাতা, ৯ জানুয়ারি (হি স): ইডি এবং তৃণমূলের করা দুটি মামলারই শুনানি হবে ১৪ জানুয়ারি, একসঙ্গে। তুমুল হট্টগোলের জেরে শেষ পর্যন্ত শুক্রবার মামলা মুলতুবি করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। এদিন সেই মামলার শুনানি শুরু হতেই এজলাসে বেনজির বিশৃঙ্খলা শুরু হয়। য
ইডি এবং তৃণমূলের দুটি মামলারই ১৪ জানুয়ারি একসঙ্গে শুনানি


কলকাতা, ৯ জানুয়ারি (হি স): ইডি এবং তৃণমূলের করা দুটি মামলারই শুনানি হবে ১৪ জানুয়ারি, একসঙ্গে। তুমুল হট্টগোলের জেরে শেষ পর্যন্ত শুক্রবার মামলা মুলতুবি করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ।

এদিন সেই মামলার শুনানি শুরু হতেই এজলাসে বেনজির বিশৃঙ্খলা শুরু হয়। যাঁরা এই মামলার সঙ্গে যুক্ত নন, তাঁরাও এজলাসে ভিড় করে ঢুকে পড়েন। বারবার এজলাস খালি করার কথা বলেন বিচারপতি শুভ্রা ঘোষ। কিন্তু তাতেও কাজ হয়নি। এমনকী কোর্ট অফিসাররাও এজলাস খালি করার আবেদন জানান।

তুমুল চিৎকার চেঁচামেচিতে এজলাস ছাড়েন বিচারপতি শুভ্রা ঘোষ। আগামী ১৪ জানুয়ারি এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি। ততদিন পর্যন্ত মামলা মুলতুবি করে দেন বিচারপতি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে আইপ্যাকের অফিস ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানা দেওয়ার পর থেকেই রাজ্য রাজনীতিতে তুঙ্গে বিতর্ক। অভিযানের খবর পেয়ে দ্রুত প্রতীকের বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যেই হাতে সবুজ রঙের একটি ফাইল নিয়ে বেরিয়ে আসেন তিনি। সেই দৃশ্য নানা প্রশ্ন তৈরি করেছে আমজনতার মনে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande