
কলকাতা, ৯ জানুয়ারি (হি স): “কাল ক্ষমতা থেকে চলে গেলে কেউ পাশে থাকবে না।” শুক্রবার প্রকাশ্য সমাবেশে এই ভাষাতেই তোপ দাগলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আইপ্যাকের অফিস ও সেটির কর্ণধারের বাড়িতে ইডি তল্লাশির প্রতিবাদে এই পদযাত্রার আয়োজন করেছিলেন তৃণমূলনেত্রী।
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে স্পষ্ট— কেন্দ্রীয় সংস্থার ‘ভয়’ দেখিয়ে রাজনীতিতে দাগ কাটার চেষ্টা আর বরদাস্ত করতে রাজি নন তিনি। এখানেই না থেমে মুখ্যমন্ত্রী এও বলেন, যখন ক্ষমতায় থাকবে না তখন কোথায় যাবে, মঙ্গল গ্রহে? ধরে নিয়ে আসব। মানুষের গণ আদালতে বিচার হবে।
রাজ্যের শাসকদলের শীর্ষ নেতৃত্ব জানাচ্ছেন, রাজপথে যেমন লড়াই চলবে, তেমনই আইনি পথেও তার জবাব দেওয়া হবে। তবে একই সঙ্গে কেন্দ্রের উদ্দেশে কড়া বার্তা, সীমা ছাড়ালে পাল্টা আঘাত আসবে। ইডি-হানার আবহে এই হুঁশিয়ারি যে রাজনৈতিক সংঘাতকে আরও তীব্র করবে, তা বলাই বাহুল্য।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত