'সব পেনড্রাইভ আমার কাছে’, ইডি-হানার প্রতিবাদে মমতার হুঁশিয়ারি
কলকাতা, ৯ জানুয়ারি (হি স): বৃহস্পতিবার ইডির তল্লাশির মধ্যেই আইপ্যাকের কর্ণধারের ঘর থেকে বেরোনোর সময় মুখ্যমন্ত্রীর হাতে একটি সবুজ ফাইল দেখা যায়। ওই ফাইলে কী আছে, ইডি তা নিয়ে যাওয়ার অনুমতি দিল কীভাবে তা নিয়ে নানা মহলে যখন জল্পনা তুঙ্গে তখনই পেনড্রা
'সব পেনড্রাইভ আমার কাছে’, ইডি-হানার প্রতিবাদে মমতার হুঁশিয়ারি


কলকাতা, ৯ জানুয়ারি (হি স): বৃহস্পতিবার ইডির তল্লাশির মধ্যেই আইপ্যাকের কর্ণধারের ঘর থেকে বেরোনোর সময় মুখ্যমন্ত্রীর হাতে একটি সবুজ ফাইল দেখা যায়। ওই ফাইলে কী আছে, ইডি তা নিয়ে যাওয়ার অনুমতি দিল কীভাবে তা নিয়ে নানা মহলে যখন জল্পনা তুঙ্গে তখনই পেনড্রাইভের প্রসঙ্গ টেনে রাজ্য রাজনীতিতে নতুন কৌতূহলের জল্পনা দিলেন মুখ্যমন্ত্রী।

যাদবপুর থেকে হাজরা- দীর্ঘ মিছিল শেষে প্রকাশ্য সভা থেকে সরাসরি দুই বিজেপি নেতার নামোল্লেখ করে হুঁশিয়ারির সুরে মমতা বলেন, “শুনুন আপনাদের এখনও ভাগ্য ভাল, আমি চেয়ারে আছি বলে ওই পেনড্রাইভগুলো এখনও বাইরে বের করে দিইনি। আমার কাছে সব পেনড্রাইভে রাখা আছে। বাড়াবাড়ি করলে ফাঁস করে দেব।”

ইডির তল্লাশিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, বিরোধী কণ্ঠ রোধ করতেই কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। সেই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে ‘প্রতিস্পর্ধার জবাব’ বলে ব্যাখ্যা করছেন দলের নেতারা। মিছিলে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে ওই বক্তব্য ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

কটাক্ষের সুরে মমতা আরও বলেন, “আগে গব্বর সিং দেখিয়ে বাচ্চাদের ভয় দেখানো হত। এরা ভাবছে এজেন্সি দিয়ে সেই ভয় দেখাবে। তুমি আজ মহারাজ, সাধু— আর আমি চোর?

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের জবাবে শুভেন্দুরা কী বলেন তা নিয়ে সব মহলে এখন কৌতূহল তুঙ্গে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande