
বারামুল্লা, ৯ জানুয়ারি (হি.স.): কাশ্মীরের বারামুল্লা জেলায় পাহাড়ি পথে টহল দেওয়ার সময় পিছলে পড়ে মৃত্যু হল এক জওয়ানের। হরিয়ানার আকবরপুর এলাকার বাসিন্দা সুবেদার হীরালাল নামে ওই জওয়ান উত্তর কাশ্মীরের ফতেগড় শিরি এলাকায় বৃহস্পতিবার রাতে টহল দিচ্ছিলেন। সেই সময়ে হঠাৎই তাঁর পা পিছলে যায়। বেশ কিছুটা উচ্চতা থেকে নীচে পড়ায় তিনি জ্ঞান হারান। অন্যান্য জওয়ানরা সেই অবস্থায় ওই জওয়ানকে দ্রুত বারামুল্লার সরকারি মেডিক্যাল কলেজে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ