একাধিক দাবিতে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে অবস্থানে বসলেন কলেজ শিক্ষকেরা
মুর্শিদাবাদ, ৯ জানুয়ারি (হি.স.): স্নাতকোত্তরে ক্লাস দেওয়া-সহ একাধিক দাবিতে অবস্থান করলেন কলেজ শিক্ষকেরা। শুক্রবার মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে তাঁরা অবস্থানে বসেন। পরে অবশ্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে তাঁরা বৈঠক করেন। আন্দোলনরত এক কলেজ শিক্
একাধিক দাবিতে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে অবস্থানে বসলেন কলেজ শিক্ষকেরা


মুর্শিদাবাদ, ৯ জানুয়ারি (হি.স.): স্নাতকোত্তরে ক্লাস দেওয়া-সহ একাধিক দাবিতে অবস্থান করলেন কলেজ শিক্ষকেরা। শুক্রবার মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে তাঁরা অবস্থানে বসেন। পরে অবশ্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে তাঁরা বৈঠক করেন। আন্দোলনরত এক কলেজ শিক্ষক বলেন, কলেজ শিক্ষকদের যথাযোগ্য সম্মানের সঙ্গে স্নাতকোত্তরে ক্লাস দেওয়া হোক, এই আবেদন জানাতে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এসেছিলাম। আমরা লিখিত কোনও আশ্বাস পাইনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওঁরা আগেও একই দাবি জানিয়েছিলেন। আমরা তা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষর নির্দেশ মতো কী ভাবে সমস্যার সমাধান করা যায়, তা আমরা দেখছি।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande