
কলকাতা, ৯ জানুয়ারি (হি. স.) : ভূ - কৈলাশ কল্যাণ কেন্দ্র বিগত ৪৫ বছর ধরে বাবুঘাট সংলগ্ন আউট্রাম ঘাটে গঙ্গাসাগরের তীর্থযাত্রীদের জন্য নিয়মিত বিনামূল্যে চিকিৎসা শিবির আয়োজন করে থাকে। এবছর ওই চিকিৎসা শিবির ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে। শিবিরটি উদ্বোধন করেন সিভিল ডিফেন্সের মহাপরিচালক জগমোহন।চিকিৎসা শিবিরের ব্যবস্থাপক সংস্থার এক কর্মকর্তা সীতারাম রথ জানান যে, ওই শিবিরটি গঙ্গাসাগরের জন্য আসা আনুমানিক এক লক্ষ তীর্থযাত্রীকে সেবা প্রদান করে। ভক্তদের জন্য কম্বল, চশমা এবং ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত