মাদুরোর মুক্তি চেয়ে মিছিল আরএসপি-র
কলকাতা, ৯ জানুয়ারি (হি.স.): আমেরিকার হাতে বন্দি ভেনেজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীর মুক্তি চেয়ে শুক্রবার পথে নামল আরএসপি। দলের কলকাতা জেলা কমিটির ডাকে এ দিন মৌলালি থেকে ধিক্কার মিছিল হয়। পরে লেনিন মূর্তির সামনে হয় বিক্ষো
মাদুরোর মুক্তি চেয়ে মিছিল আরএসপি-র


কলকাতা, ৯ জানুয়ারি (হি.স.): আমেরিকার হাতে বন্দি ভেনেজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীর মুক্তি চেয়ে শুক্রবার পথে নামল আরএসপি। দলের কলকাতা জেলা কমিটির ডাকে এ দিন মৌলালি থেকে ধিক্কার মিছিল হয়। পরে লেনিন মূর্তির সামনে হয় বিক্ষোভসভা। সেখানে বক্তব্য রাখেন দলের নেতা নেত্রীরা। ভেনেজুয়েলার মানুষের প্রতি সংহতি জানিয়ে আরএসপি নেতৃত্বের অভিযোগ, লাতিন আমেরিকার দেশটির তেলের ভান্ডার দখল করতেই আমেরিকা নানা ধরনের চক্রান্ত করছে। সভা ও মিছিল থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি নিয়েও প্রশ্ন তুলেছেন আরএসপি নেতৃত্ব।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande