মতুয়াগড়ের সভায় নাগরিকত্ব ও এসআইআর-কে বিঁধলেন অভিষেক
নদিয়া, ৯ জানুয়ারি, (হি স): “একদিকে ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেব। অন্যদিকে ইডি লাগিয়ে বিরোধী দলের কণ্ঠরোধ করব।” মতুয়াগড় তাহেরপুরে রণসংকল্প সভায় নাগরিকত্ব ও এসআইআর-কে বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপা
মতুয়াগড়ের সভায় নাগরিকত্ব ও এসআইআর-কে বিঁধলেন অভিষেক


নদিয়া, ৯ জানুয়ারি, (হি স): “একদিকে ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেব। অন্যদিকে ইডি লাগিয়ে বিরোধী দলের কণ্ঠরোধ করব।”

মতুয়াগড় তাহেরপুরে রণসংকল্প সভায় নাগরিকত্ব ও এসআইআর-কে বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর হুঙ্কার, “নিঃশর্ত নাগরিকত্ব, নয়তো মোদী গদি ছাড়ুন।”

অভিষেক দাবি করেন, ১১ বছর কেন্দ্রে ক্ষমতায় রয়েছে মোদী সরকার। এই সময়কালে তাদের অন্যতম প্রতিশ্রুতি ছিল নাগরিকত্ব দেওয়া হবে মতুয়াদের। সেই কাজ কার্যত হয়নি। এবার আওয়াজ তোলার সময় এসেছে।

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় মতুয়াদের অনেকের নাম বাদ যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে তৈরি হয়েছে সংশয়। তৃণমূলের অভিযোগ, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার আগে ঠাকুরবাড়ির শান্তনু ও সুব্রত ঠাকুরেরা মতুয়া কার্ড বিলি করে সিএএ-র অধীনে নাগরিকত্ব দেওয়ার কথা জানিয়েছিলেন। কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব আইনেও শর্ত সাপেক্ষে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। সেই প্রক্রিয়াকে বিঁধে অভিষেকের হুঙ্কার, “নিঃশর্ত নাগরিকত্ব।”

তাহেরপুর থেকে এ দিন তুলতেন নতুন স্লোগান তুললেন অভিষেক। মতুয়াদের উদ্দেশ্যে তাঁকে বলতে শোনা যায়, “ওরা বলেছিল অনেক কিছু দেবে। আজ আওয়াজ তুলতে হবে হয় নিঃশর্ত নাগরিকত্ব, নয়তো মোদী গদি ছাড়ুন।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande