স্টেডিয়াম-কাণ্ড: ফের খারিজ শতদ্রুর জামিন
কলকাতা, ৯ জানুয়ারি (হি.স.): যুবভারতী স্টেডিয়াম-কাণ্ডে ধৃত মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের জামিনের আর্জি ফের খারিজ হল। শুক্রবার বিধাননগর আদালতে ধৃতের আইনজীবী জামিনের আবেদন জানান। বিরোধিতা করে সরকার পক্ষের বিশেষ আইনজীবী জানান, তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়ে
স্টেডিয়াম-কাণ্ড: ফের খারিজ শতদ্রুর জামিন


কলকাতা, ৯ জানুয়ারি (হি.স.): যুবভারতী স্টেডিয়াম-কাণ্ডে ধৃত মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের জামিনের আর্জি ফের খারিজ হল। শুক্রবার বিধাননগর আদালতে ধৃতের আইনজীবী জামিনের আবেদন জানান। বিরোধিতা করে সরকার পক্ষের বিশেষ আইনজীবী জানান, তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। যাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাঁদের অনেকে ধৃতের পরিচিত। এই অবস্থায় জামিন দিলে তদন্তে ক্ষতি হবে। এর পাশাপাশি, তিনি এ দিন আদালতে জানান যে, ওই অনুষ্ঠানের জন্য যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছিল, সেখান থেকে ১০ কোটি টাকা ধৃতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। এ দিন সরকারি আইনজীবী আদালতে এক আবেদন জমা করে জানান, যে দু'টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, সেখানে গচ্ছিত টাকা একত্র করা হোক। যদি দেখা যায়, সেই টাকা অপরাধে ব্যবহার করা হয়েছে, তবে জেলা শাসকের মাধ্যমে টিকিটের দাম অনুসারে বিলি করা হোক। দু'পক্ষের সওয়াল জবাবের পরে বিচারক জামিনের আবেদন নাকচ করে ১৭ জানুয়ারি পর্যন্ত ধৃতকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। সে দিনই সরকার পক্ষের বিশেষ আবেদন নিয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande