“একদিন মানুষ আর এই ধর্মকে বিশ্বাস করবে না”, কটাক্ষ তসলিমার
কলকাতা, ৯ জানুয়ারি (হি স): “একদিন ইসলাম একটা গালির নাম হবে। একদিন মানুষ আর এই ধর্মকে বিশ্বাস করবে না। একদিন মানুষ নিজেকে মুসলিম পরিচয় দিতে লজ্জা পাবে।” শুক্রবার সামাজিক মাধ্যমে এভাবে কটাক্ষ করলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি লিখেছেন, “ইসল
তসলিমা নাসরিন


কলকাতা, ৯ জানুয়ারি (হি স): “একদিন ইসলাম একটা গালির নাম হবে। একদিন মানুষ আর এই ধর্মকে বিশ্বাস করবে না। একদিন মানুষ নিজেকে মুসলিম পরিচয় দিতে লজ্জা পাবে।” শুক্রবার সামাজিক মাধ্যমে এভাবে কটাক্ষ করলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

তিনি লিখেছেন, “ইসলামী মৌলবাদী এবং ইসলামের অত্যাচারে নির্যাতনে ইরানের মানুষ অতিষ্ঠ। তাদের সহ্যের সীমা অনেক আগেই পেরিয়ে গেছে। তারা জীবনের ঝুঁকি নিয়ে অনেক বারই পথে নেমেছে, তবে এবার আর ইসলামী মোল্লাশাসন না নিশ্চিহ্ন করে ওরা ঘরে ফিরবে না।

এই ধর্ম বিলুপ্ত হওয়া অন্যান্য ধর্মের মতো বিলুপ্ত হবে। ঘৃণা আর বিদ্বেষের ওপর দাঁড়িয়ে আছে ধর্মটি। মানুষ একদিন মানবিক হবেই। তখন মানবিক মানুষেরাই অমানবিক মানুষ রচিত এই অমানবিক ধর্মটিকে নিজেদের বিশ্বাস থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে বিতাড়িত করবে।

ইসলাম বিলুপ্ত হবেই, আজ না হোক, কাল। কাল না হোক, পরশু।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande