বান্ধবগড়ে কুয়োয় পড়ে মৃত্যু বাঘের
উমরিয়া, ৯ জানুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের উমরিয়া জেলার বান্ধবগড় অভয়ারণ্য-র ভিতরে থাকা কুয়োয় পড়ে মৃত্যু হল একটি বাঘের। সেই মৃতদেহ উদ্ধার করেন বন দফতরের আধিকারিকেরা। এই নিয়ে গত দু''দিনে দ্বিতীয় বাঘের মৃত্যু হল। শুক্রবার বন দফতরের এক আধিকারিক জানিয়েছ
বান্ধবগড়ে কুয়োয় পড়ে মৃত্যু বাঘের


উমরিয়া, ৯ জানুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের উমরিয়া জেলার বান্ধবগড় অভয়ারণ্য-র ভিতরে থাকা কুয়োয় পড়ে মৃত্যু হল একটি বাঘের। সেই মৃতদেহ উদ্ধার করেন বন দফতরের আধিকারিকেরা। এই নিয়ে গত দু'দিনে দ্বিতীয় বাঘের মৃত্যু হল। শুক্রবার বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় অভয়ারণ্য-র ধামোখর রেঞ্জের রায়পুরের কুদ্রি টোলা গ্রামের ভিতরে থাকা একটি পরিত্যক্ত কুয়োর মধ্যে পড়ে যায় ওই প্রাপ্তবয়স্ক বাঘটি।

উল্লেখ্য, বুধবার বান্ধবগড় অভয়ারণ্যতেই একটি স্ত্রী ব্যাঘ্র শাবকের মৃতদেহ পাওয়া গিয়েছিল। বন দফতরের কর্মীদের অনুমান কোনও বন্য প্রাণীর সঙ্গে লড়াইয়ে প্রাণ যায় তার।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande