
ঝাড়্গ্রাম, ৯ জানুয়ারি (হি.স.) : বিজ্ঞান, শিল্প ও খাদ্য সংস্কৃতির মিলনমেলা—এই ভাবনাকে সামনে রেখে বিনপুর–১ ব্লকের তিলাবনী হাইস্কুলে শুক্রবার অনুষ্ঠিত হল বিজ্ঞান ও শিল্প প্রদর্শনী এবং খাদ্য উৎসব। মেদিনীপুর সায়েন্স সেন্টারের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে বসে খাদ্য মেলা। বিভিন্ন ধরনের খাবার নিয়ে মোট ২০টি স্টল খোলা হয়, যেখানে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর সায়েন্স সেন্টারের সম্পাদক সুচাঁদ পান, লালগড় থানার আইসি সঞ্জীব ঘোষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার মণ্ডল-সহ শিক্ষক-শিক্ষিকারা। অতিথিরা ছাত্রছাত্রীদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন এবং এমন আয়োজন শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস বাড়ায় বলে মত প্রকাশ করেন।
অন্যদিকে, বৃহস্পতিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয় আমদই প্রাথমিক বিদ্যালয়ে। অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের বিদায় সংবর্ধনা দেওয়া হয় এবং নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন ছাত্রছাত্রীদের স্বাগত জানানো হয়। পাশাপাশি প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী পড়ুয়াদের পুরস্কৃত করা হয়।
বিদ্যালয় প্রাঙ্গণে খুদে পড়ুয়াদের উদ্যোগে বসে খাদ্য মেলাও। পিঠে, পাঁপড়, ঘুগনি, চা, কফি, মিষ্টি-সহ নানা সুস্বাদু খাবারের স্টল ঘিরে উৎসবের আমেজ তৈরি হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়্গ্রাম ব্লকের চুক্কা ৮ নম্বর অঞ্চলের প্রধান শকুন্তলা সিং, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শঙ্করশেখর মণ্ডল ও সুনীল কুমার রায়। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক অবিনাশ কোচ, সৌরভ মাইতি, শিক্ষিকা শীলা পাল এবং প্রধান শিক্ষক সুরজিৎ মাহাত।
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো