লোকায়ুক্ত হিসাবে শপথ নিলেন প্রাক্তন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত
কলকাতা, ৯ জানুয়ারি (হি স): শুক্রবার রাজ্যের তৃতীয় লোকায়ুক্ত হিসাবে লোকভবনে শপথ নিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিম্ন আদালত ও হাইকোর্ট মিলিয়ে ৩৭ বছর বিচারের সঙ্গে প্রত্
লোকায়ুক্ত হিসাবে শপথ নিলেন প্রাক্তন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত


লোকায়ুক্ত হিসাবে শপথ নিলেন প্রাক্তন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত


কলকাতা, ৯ জানুয়ারি (হি স): শুক্রবার রাজ্যের তৃতীয় লোকায়ুক্ত হিসাবে লোকভবনে শপথ নিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সিভি আনন্দ বোস।

নিম্ন আদালত ও হাইকোর্ট মিলিয়ে ৩৭ বছর বিচারের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত রবীন্দ্রনাথবাবু। গত ১ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী ও বিধানসভার স্পিকারের কমিটি রবীন্দ্রনাথবাবুর নাম লোকায়ুক্ত পদের জন্য সুপারিশ করেন। ২১ ডিসেম্বর সেই প্রস্তাবে মান্যতা দেন রাজ্যপাল।

রাজ্যের মন্ত্রী, বিধায়ক, প্রশাসক ও সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কর্তব্যে অবহেলা এবং দুর্নীতির নির্দিষ্ট অভিযোগ থাকলে নাগরিকরা লোকায়ুক্তর কাছে আবেদন করতে পারেন। ২০০৩-এ পশ্চিমবঙ্গে লোকায়ুক্ত ও উপ লোকায়ুক্ত আইন প্রণয়ন হয়। ২০০৬ থেকে প্রায় তিন বছর রাজ্যের প্রথম লোকায়ুক্ত ছিলেন প্রাক্তন বিচারপতি সমরেশ ব্যানার্জি।

২০১৩-তে সংসদে গৃহীত হয় লোকপাল ও লোকায়ুক্ত আইন। সেটি গৃহীত হয় ’১৪-র ১৬ জানুয়ারি। পশ্চিমবঙ্গে ২০১৮-তে ওই পদে আসীন হন অসীম রায়। দু’দফায় তিনি ওই দায়িত্ব পালন করেন। তিনি রাজ্যের বিচারবিভাগীয় অপর একটি দায়িত্ব নেওয়ার পর শূন্য পদটিতে এলেন রবীন্দ্রনাথ সামন্ত।

হাইকোর্টের বিচারপতির পদ থেকে অবসরের পর ২০২৪-এর ২০ মার্চ তিনি ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট অ্যাপিলেট অথরিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেন। বৃহস্পতিবার ওই দায়িত্ব ত্যাগ করার পর শুক্রবার শপথ নিলেন লোকায়ুক্ত হিসাবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande