
আগরতলা, ৯ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরা সরকার রাজ্যের পুলিশের পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই পুলিশের জন্য আধুনিক যানবাহন ও উন্নত চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হবে—এমন আশ্বাস দিয়েছেন ত্রিপুরার পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ।
শুক্রবার বিভিন্ন পুলিশ পরিকাঠামো পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডিজিপি জানান, চলতি বছরে পুলিশের গতি বৃদ্ধি করা একটি অন্যতম প্রধান লক্ষ্য। এই লক্ষ্যে রাজ্যের সমস্ত থানাকে আধুনিক যানবাহনে সজ্জিত করার জন্য সরকার পর্যাপ্ত তহবিল অনুমোদন করেছে।
ডিজিপি বলেন, “আগামী কয়েক মাসের মধ্যে প্রতিটি থানায় অন্তত একটি করে নতুন গাড়ি দেওয়া হবে। কিছু যানবাহন ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে এবং আরও গাড়ির জন্য অর্ডার প্রক্রিয়াধীন রয়েছে। আশা করা যাচ্ছে, মার্চ, এপ্রিল কিংবা মে মাসের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে।”
এদিন তিনি পুলিশ লাইনস পরিদর্শন করে সেখানে থাকা সুযোগ-সুবিধাগুলির খোঁজখবর নেন। পাশাপাশি পুলিশ পরিকাঠামোর সঙ্গে যুক্ত হাসপাতালটিও পরিদর্শন করে বিদ্যমান চিকিৎসা পরিষেবা ও ভবিষ্যৎ প্রয়োজনীয়তার মূল্যায়ন করেন।
ডিজিপি অনুরাগ বলেন, “হাসপাতালের বর্তমান পরিকাঠামো পর্যালোচনা করেছি এবং কোথায় আরও উন্নতি প্রয়োজন, তা চিহ্নিত করা হয়েছে। রোগীরা যাতে আরও উন্নত চিকিৎসা পরিষেবা পান, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি আরও জানান, ওই হাসপাতালটি শুধু পুলিশ কর্মীদের নয়, সাধারণ মানুষের চিকিৎসার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সকলের স্বার্থে চিকিৎসা পরিকাঠামোর আধুনিকীকরণ অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন।
ডিজিপি বলেন, “সাধারণ মানুষও এখানে চিকিৎসার জন্য আসেন। তাই সবার সুবিধার কথা মাথায় রেখে হাসপাতালের সুযোগ-সুবিধা উন্নত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ