ইস্কনের ঘটনাকে বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনা বলে দাবি ব্রাত্য বসুর
কলকাতা, ১৭ অক্টোবর (হি. স.) : বাংলাদেশের নোয়াখালির ইসকন মন্দিরে হামলার ঘটনায় সে দেশের অভ্যন্তরীণ বি
ইস্কনের ঘটনাকে বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনা বলে দাবি ব্রাত্য বসুর


কলকাতা, ১৭ অক্টোবর (হি. স.) : বাংলাদেশের নোয়াখালির ইসকন মন্দিরে হামলার ঘটনায় সে দেশের অভ্যন্তরীণ বিষয়। তাই এ নিয়ে কোনও মন্তব্য করতে চান না বলে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বাংলাদেশের নোয়াখালিতে ইসকনের মন্দিরে শনিবার দুষ্কৃতীরা হামলা করে। শতাধিক দুষ্কৃতী মন্দিরে ঢুকে হামলা ও ভাঙচুর করে। আগুন লাগিয়ে দেওয়া হয়। ইসকনের জাতীয় যোগাযোগ সংক্রান্ত অধিকর্তা ব্রজেন্দ্রনন্দন দাসের অভিযোগ, হামলায় মৃত্যু হয়েছে তিনজন ভক্তের। ইসকনের তরফে বাংলাদেশ সরকারের কাছে দ্রুত তদন্ত এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। রাষ্ট্রপুঞ্জেও চিঠি দিয়েছে ইসকন কর্তৃপক্ষ।

রবিবার বিজয়া উৎসব উপলক্ষে দমদমের মমতাময়ী ভবনে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু। সেখানে বাংলাদেশে দুর্গা প্রতিমা ভাঙা এবং ইসকনে হামলার প্রেক্ষিতে মন্ত্রীর প্রতিক্রিয়া, ‘কে কোথায় গিয়ে বিক্ষোভ দেখাবে এ নিয়ে আমি মন্তব্য করব না।’ তার পর ব্রাত্য যোগ করেন, “উপমহাদেশে ধর্ম ও সম্প্রদায়- এগুলি খুব সংবেদনশীল বিষয়। সমস্ত দেশের উচিত সে দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া। আমাদের দেশে যা বারবার ব্যাহত হয়েছে মোদী জামানায়।”

এর পর এ রাজ্যের তুলনা টেনে শিক্ষামন্ত্রী বলেন, “আমাদের রাজ্যে মমতাদি নির্দিষ্ট ভাবে সমস্ত বর্ণের, সমস্ত ধর্মের মানুষকে সমানভাবে নিরাপত্তা দিয়েছে। কেউ কেউ সেটা যদি ভাঙাতে চান তাহলে আমাদের প্রশাসন সেটা সঠিক ভাবে ট্যাকল করবে। উৎসবের মরসুম, কোভিড বিধি মেনে চলা কেউ যদি প্ররোচনা তৈরি করতে চান সেটা ভালো ভাবে মেনে নেবেন না।”

উল্লেখ্য, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা নিয়ে বিজেপি আন্দোলনে নেমেছে। এ নিয়ে ব্রাত্যের কটাক্ষ, “বিজেপি ধর্মীয় পোলারাইজ করার চেষ্টা করেছিল ভোটের আগে। করতে পারেনি। দমদমে যেখানে ১.২৭ শতাংশ সংখ্যালঘু রয়েছেন। সেখানে আমরা ২৭ হাজার ভোটে জিতেছে। ফলে বিজেপির এই পোলাইরাইজেশনের তত্ত্ব ফেল করেছে। এ রকম করতে থাকলে পুরসভা, পঞ্চায়েত ভোটেও একই ফলাফল হবে।”

হিন্দুস্থান সমাচার/ অশোক


 rajesh pande