সিঙ্ঘু সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনায় ধৃত তিনজনের ছদিনের পুলিশ হেফাজত
শোনিপত, ১৭ অক্টোবর (হি.স) : সিঙ্ঘু সীমান্তে হত্যাকাণ্ড ঘটনায় ধৃত তিনজনকে ছদিনের পুলিশ হেফাজতে পাঠাল
সিঙ্ঘু সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনায় ধৃত তিনজনের ছদিনের পুলিশ হেফাজত


শোনিপত, ১৭ অক্টোবর (হি.স) : সিঙ্ঘু সীমান্তে হত্যাকাণ্ড ঘটনায় ধৃত তিনজনকে ছদিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত। রবিবার ধৃতদের শোনিপত আদালতে পেশ করা হলে অভিযুক্ত নারায়ণ সিং, ভগবন্ত সিং এবং গোবিন্দ প্রীত সিংকে ছদিনের পুলিশে রাখার নির্দেশ দেয় আদালত।

পুলিশ সূত্রে জানা গেছে, এই মামলার তদন্তের স্বার্থে পুলিশ ১৪ দিনের পুলিশ হেফাজতের আর্জি জানায় আদালতের কাছে। আদালত সেই আর্জি খারিজ করে ছয়দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ জারি করে।

প্রসঙ্গত, গত শুক্রবার ভোরে দিল্লি-হরিয়ানা সিঙ্ঘু সীমানার কৃষক আন্দোলনের মঞ্চের কাছেই লখবীরের হাত-পা কাটা দেহ উদ্ধার করেছিল পুলিশ। দেহটি পুলিশের ব্যারিকেডে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। কাটা হাতটি বেঁধে দেওয়া হয়েছিল দেহের পাশে। শিখদের নিহং গোষ্ঠীর নির্ভইর খালসা উডনা দলের নেতা বলবিন্দর সিং সংগঠনের তরফে খুনের দায় স্বীকার করে। এরপর সর্বজিত্‍ সিং নামক এক যুবক পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তিনি পুলিশের কাছে দাবি করেন, পবিত্র ধর্মগ্রন্থের অবমাননা করেছিলেন লখবীর। তাই তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার/সঞ্জয়


 rajesh pande