প্রতি বুথে ভিভিপ্যাট ও ইভিএমের হিসাব মেলানো হবে না, সমস্ত আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): প্রতিটি বুথে ইভিএমের ফলের সঙ্গে ভিভিপ্যাটের কাগজ মিলিয়ে দেখার আবেদন খা
সমস্ত আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট


নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): প্রতিটি বুথে ইভিএমের ফলের সঙ্গে ভিভিপ্যাটের কাগজ মিলিয়ে দেখার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এ ভোটের ১০০ শতাংশ যাচাইয়ের জন্য ভোটার ভেরিফাইয়েবল পেপার অডিট ট্রেল (ভিভিপিএটি) স্লিপগুলির সঙ্গে যাচাই করার জন্য সমস্ত আবেদন শুক্রবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

ভিভিপ্যাট পদ্ধতির মাধ্যমে কাগজের স্লিপ-সহ বৈদ্যুতিন ভোটযন্ত্রে (ইভিএম) পাওয়া ভোটের ফলাফল পুনর্মূল্যায়নের (ক্রস-ভেরিফিকেশন) দাবিতে ওই আর্জির শুনানির পরে শুক্রবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ। তবে বেঞ্চ জানিয়েছে, ভোটের ফল ঘোষণার সাত দিন পরে নির্দিষ্ট অঙ্কের ‘ফি’ জমা দিয়ে ভিভিপ্যাট স্লিপ গণনার আবেদন জানানো যেতে পারে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande