'ভারত এখন একটি হিন্দুরাষ্ট্র', মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্বের মন্তব্যের প্রতিবাদ এআইইউডিএফ বিধায়কের
গুয়াহাটি, ৩ ডিসেম্বর (হি.স.) : পৃথিবীর যে কোনও দেশ থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হ‌য়ে আগত হিন্দুদের
'ভারত এখন একটি হিন্দুরাষ্ট্র', মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্বের মন্তব্যের প্রতিবাদ এআইইউডিএফ বিধায়কের


গুয়াহাটি, ৩ ডিসেম্বর (হি.স.) : পৃথিবীর যে কোনও দেশ থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হ‌য়ে আগত হিন্দুদের জন্য ভারতবর্ষের দরজা খোলা। পৃথিবীর সকল হিন্দুদের মাতৃভূমি হলো ভারত। কংগ্রেস শুধু-শুধুই ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ দেশ বলে প্রচার করে আসছে। ভারত এখন একটি হিন্দুরাষ্ট্র। দিল্লিতে বেসরকারি একটি টিভি চ্যানেলে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার এই মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন এআইইউডিএফ-এর বিধায়ক রফিকুল ইসলাম। মুখ্যমন্ত্রী এখন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হ‌ওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছেন বলেও কটাক্ষ করেন বিধায়ক রফিকুল ইসলাম। বিজেপির শাসনামলে ভারতের সংবিধান সুরক্ষিত নয়। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে তা স্পষ্ট বলেও গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। বলেন, আরএসএস-প্রধান মোহন ভাগবত থেকেও কয়েক ধাপ এগিয়ে গেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হ‌ওয়ার পর‌ও বুঝে-শুনে মন্তব্য করেন। সাক্ষী মহারাজ, প্রজ্ঞা ঠাকুর, সত্যরঞ্জন বরার মতো মুখ্যমন্ত্রী ড. শর্মাও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন। যা দেশ ও রাজ্যের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মনে করেন বিধায়ক রফিকুল ইসলাম।

মুখ্যমন্ত্রী এ ধরনের মন্তব্য করে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির চেয়ারে কখন‌ও বসতে পারবেন না বলেও কটাক্ষ করেন তিনি।

হিন্দুস্থান সমাচার / জন্মজিৎ / সমীপ


 rajesh pande