সবুজ-মেরুনে ফিরতে পারেন সুব্রত পাল
কলকাতা, ১৪ জানুয়ারি (হি.স.) : দীর্ঘ ১৫ বছর পর ফের সবুজ-মেরুন জার্সি পরার সম্ভাবনা তৈরি হয়েছে একদা জা
সবুজ-মেরুনে ফিরতে পারেন সুব্রত পাল


কলকাতা, ১৪ জানুয়ারি (হি.স.) : দীর্ঘ ১৫ বছর পর ফের সবুজ-মেরুন জার্সি পরার সম্ভাবনা তৈরি হয়েছে একদা জাতীয় দলের এক নম্বর গোলকিপার সুব্রত পালের । সূত্রের খবর একদা জাতীয় দলের এক নম্বর গোলকিপার সুব্রত পালকে খেলার প্রস্তাব দিয়েছে এটিকে মোহনবাগান। ফলে দীর্ঘ ১৫ বছর পর ফের সবুজ-মেরুন জার্সি পরার সম্ভাবনা তৈরি হয়েছে সুব্রত পালের। তবে এ জন্য এটিকে মোহনবাগান সমর্থকদের আরও তিনদিন অপেক্ষা করতে হবে।

আপাতত সুব্রত পালের সঙ্গে হায়দরাবাদের সঙ্গে চুক্তি থাকলেও এখনও পর্যন্ত সুব্রতকে আইএসএলে রেজিষ্ট্রেশন করায়নি হায়দরাবাদ। সুব্রতও নিশ্চিত ছিলেন, প্রথম লেগের পর, কোনও না কোনও দল থেকে নিশ্চিতভাবেই ডাক পাবেন। সত্যি সত্যিই এবার সুব্রতকে সই করাতে চাইল এটিকে মোহনবাগান। তবুও সুব্রতর সবুজ-মেরুন জার্সি পরা এখনই নিশ্চিত, বলা যাচ্ছে না। এখনও সুব্রতর সঙ্গে আর্থিক ব্যাপার নিয়ে কোনও কথা হয়নি। তাছাড়া সুব্রতর মেডিক্যাল টেস্টের পাশাপাশি করোনা টেস্টও করে দেখা হবে। এসব করতে করতেই সিদ্ধান্ত নিতে আরও দিন তিনেক লেগে যাবে। তারপরেই সই।

শনিবার এটিকে মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসির মধ্যে ম্যাচের ভবিষ্যৎ কী, সেটা এখনই বলা যাচ্ছে না। তাই সুব্রতকে সই করাতে চাইলেও, একটু ধীরস্থির ভাবে এগোতে চাইছে এটিকে মোহনবাগান কর্তৃপক্ষ। দেখতে চাইছে, আইএসএলের ভবিষ্যৎ। সুব্রতেক লোনে নিতে হবে হায়দরাবাদ থেকে। তাড়াতাড়ি করে সই হওয়ার পর আইএসএল বাতিল হয়ে গেলে, সুব্রতকে পুরো টাকাটাই দিতে হবে এটিকে মোহনবাগানকে।–হিন্দুস্থান সমাচার / কাকলি


 rajesh pande