গোরক্ষপুরের প্রার্থী হয়ে খুশি যোগী, কটাক্ষ ও খোঁচা অখিলেশের
লখনউ, ১৫ জানুয়ারি (হি.স.): আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে গোরক্ষপুর থেকে প্রার্থী হয়েছেন যোগী
গোরক্ষপুরের প্রার্থী হয়ে খুশি যোগী, কটাক্ষ ও খোঁচা অখিলেশের


লখনউ, ১৫ জানুয়ারি (হি.স.): আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে গোরক্ষপুর থেকে প্রার্থী হয়েছেন যোগী আদিত্যনাথ, গোরক্ষপুর থেকে তাঁকে প্রার্থী করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং দলের কেন্দ্রীয় সংসদীয় কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন যোগী আদিত্যনাথ। গোরক্ষপুরের প্রার্থী হয়ে খুশিই যোগী আদিত্যনাথ। তবে, পাল্টা কটাক্ষও শুনতে হয়েছে তাঁকে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, ভালই হল, ভোটের আগেই তাঁকে বাড়িতে পাঠিয়ে দিল বিজেপি, বাকিটা জনগণই করবেন।

গোরক্ষপুরের প্রার্থী হিসেবে শনিবার যোগী আদিত্যনাথের নাম ঘোষণা করা হয়। এরপরই তিনি জানান, "গোরক্ষপুর থেকে আমাকে প্রার্থী করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং দলের কেন্দ্রীয় সংসদীয় কমিটির প্রতি কৃতজ্ঞ। সবকা সাথ, সবকা বিকাশ মডেলে কাজ করে বিজেপি। বিজেপি পুন্য সংখ্যাগরিষ্ঠতায় উত্তর প্রদেশে সরকার গঠন করবে।"

যোগীকে খোঁচা দিয়ে অখিলেশ বলেছেন, "আমি বিজেপির কাছে কৃতজ্ঞ। তাঁরা তাঁকে (নির্বাচনের আগে) বাড়িতে পাঠিয়েছে... অযোধ্যা, প্রয়াগরাজ থেকে যোগী আদিত্যনাথের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে জল্পনা ছড়িয়েছিল... এবং তারপরে এমনটা হল।"

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 rajesh pande