(সংশোধন) কৃষকদের ঋণ মকুব করবে কংগ্রেস, কর্ণাটকে প্রতিশ্রুতি রাহুলের
বিজাপুর, ২৬ এপ্রিল (হি.স.): নির্বাচনী প্রচারে কৃষকদের উদ্দেশ্যে বড় প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস সাংসদ র
কর্ণাটকে প্রতিশ্রুতি রাহুলের


বিজাপুর, ২৬ এপ্রিল (হি.স.): নির্বাচনী প্রচারে কৃষকদের উদ্দেশ্যে বড় প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শুক্রবার কর্ণাটকের বিজাপুরের নির্বাচনী জনসভায় রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনও কৃষকদের ঋণ মকুব করেননি। আমরা কৃষকদের ঋণ মকুব করব।”

কংগ্রেস নেতা রাহুল গান্ধী এদিন আরও বলেছেন, দেশবাসী সংবিধান থেকে নিজেদের অধিকার, কণ্ঠস্বর এবং সংরক্ষণ পেয়েছে। কিন্তু দেশে প্রথমবারের মতো একটি দল ও ব্যক্তি ভারতের সংবিধান ও গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। একদিকে নরেন্দ্র মোদী সংবিধানকে ধ্বংস করতে চাইছেন। অন্যদিকে- ইন্ডি জোট সংবিধান বাঁচানোর চেষ্টা করছে।

রাহুল গান্ধী বলেছেন, বর্তমান সময়ে নরেন্দ্র মোদী তার বক্তৃতার সময় খুবই নার্ভাস থাকেন। হয়তো কয়েকদিনের মধ্যেই মঞ্চে চোখের জল ফেলবেন। নরেন্দ্র মোদীজি গত ১০ বছরে শুধু গরীবদের কাছ থেকে টাকা কেড়েছেন। দেশের ৭০ কোটি মানুষের যত টাকা দেশের ২২ জন মানুষকে তিনি দিয়েছেন। ভারতে ১ শতাংশ মানুষ আছে যারা ৪০ শতাংশ সম্পদ নিয়ন্ত্রণ করে। তাই বেকারত্ব ও মুদ্রাস্ফীতি দূর করে কংগ্রেস আপনাদের অংশগ্রহণ দেবে। নরেন্দ্র মোদীজি বিলিয়নিয়ারদের যে পরিমাণ অর্থ দিয়েছেন আমরা সেই পরিমাণ অর্থ ভারতের গরিবদের দেব।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande