নয়া মাইলফলকে পৌঁছল ভারত, ৪৮৪-দিনে ১৯১-কোটির বেশি টিকাকরণ
নয়াদিল্লি, ১৪ মে হি.স.): কোভিড টিকাকরণ অভিযানের আওতায় ১৯১.১৫-কোটির মাইলফলকে পৌঁছল ভারত। দেশব্যাপী টি
১৯১-কোটির বেশি টিকাকরণ


নয়াদিল্লি, ১৪ মে হি.স.): কোভিড টিকাকরণ অভিযানের আওতায় ১৯১.১৫-কোটির মাইলফলকে পৌঁছল ভারত। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ১৫ লক্ষ ০৪ হাজার ৭৩৪ জন প্রাপক, ফলে ভারতে শনিবার সকাল আটটা (মোট ৪৮৪ দিনে) পর্যন্ত ১,৯১,১৫,৯০,৩৭০ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। দেশে এখনও পর্যন্ত, ৩.১৫ কোটিরও বেশি (৩,১৫,২৮,৬৭৩) কিশোর-কিশোরীদের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৩ মে সারা দিনে ভারতে ৪,৮৬,৯৬৩ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে, যা আগের দিনের তুলনায় একটু বেশি। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৮৪,৩৪,৩১,৭৫৮-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৪,৮৬,৯৬৩ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,৮৫৮ জন।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 rajesh pande