জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করে অমর সৈনিকদের প্রতি শ্রদ্ধা রাষ্ট্রপতির
নয়াদিল্লি, ১৫ আগস্ট ( হি.স.) : সোমবার ইন্ডিয়া গেটে জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে অমর জওয়ানদের শ্রদ্ধা জা
 সৈনিকদের প্রতি শ্রদ্ধা রাষ্ট্রপতির


নয়াদিল্লি, ১৫ আগস্ট ( হি.স.) : সোমবার ইন্ডিয়া গেটে জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে অমর জওয়ানদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই অনুষ্ঠানে সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে, ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার এবং ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি মুর্মু রবিবার ৭৬ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে স্বাধীনতা দিবসকে ভারতীয়ত্বের উদযাপন হিসাবে বর্ণনা করে গত ৭৫ বছরে দেশের উন্নয়ন যাত্রার প্রশংসা করেন। এর সাথে, ২০৪৭ সাল পর্যন্ত সময়কালকে স্বাধীনতার শতবর্ষ বর্ষকে অমৃতকাল বলে বর্ণনা করেছেন।

তিনি বলেন, ভারতে স্বাধীনতা লাভের পর দেশে গণতন্ত্রের সাফল্য এসেছে এবং গণতন্ত্রের শিকড় আরও গভীর হয়েছে। তিনি বলেন, সরকারের নীতির কারণে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও অন্তর্ভুক্তিমূলক হচ্ছে এবং আঞ্চলিক বৈষম্যও কমছে। তিনি বলেন,যে আগামী ২৫ বছরের সময়কাল ভারতের জন্য 'অমৃত কাল'। আমাদের দৃঢ় সংকল্প এই সময়ে আমরা স্বাধীনতা যোদ্ধাদের স্বপ্নকে পূর্ণরূপে বাস্তবায়ন করব।

হিন্দুস্থান সমাচার /সঞ্জয়


 rajesh pande