ব্রিটিশ বিদেশমন্ত্রীর কাছে হিন্দুদের ওপর হামলার প্রসঙ্গ তুললেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর
নিউইয়র্ক, ২২ সেপ্টেম্বর (হি.স.) : ব্রিটেনে হিন্দুদের ওপর হামলার বিষয়টি নিয়ে গুরুত্ব দিল ভারত। ভারত
ওপর হামলার প্রসঙ্গ তুললেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর


নিউইয়র্ক, ২২ সেপ্টেম্বর (হি.স.) : ব্রিটেনে হিন্দুদের ওপর হামলার বিষয়টি নিয়ে গুরুত্ব দিল ভারত। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্রিটিশ বিদেশমন্ত্রী জেমস ক্লিভারলির কাছেও এই বিষয়টি তুলে ধরেন।

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। তিনি সারা বিশ্বের নেতাদের সঙ্গে দেখা করছেন। এসবের মাঝে ব্রিটিশ বিদেশমন্ত্রী জেমস ক্লিভারলির সঙ্গে বৈঠকে ব্রিটেনে হিন্দু মন্দির ও হিন্দুদের ওপর হামলার বিষয়টি প্রাধান্য পায়। ভারতীয় বিদেশমন্ত্রী ক্লিভারলির সামনে ব্রিটেনে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত মানুষের নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেন।

জয়শঙ্কর এবং জেমস ক্লিভারলির মধ্যে কথোপকথনে অনেক আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ব্রিটেনের অনেক শহরে ভারতীয় সম্প্রদায়ের উপর সাম্প্রতিক হামলা। জয়শঙ্কর ব্রিটেনে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

হিন্দুস্থান সমাচার /সঞ্জয় /কাকলি


 rajesh pande