ধলাইয়ে ২৪০ বস্তা বার্মিজ সুপারি উদ্ধার, গ্রেফতার এক
ধলাই (অসম), ২৪ জানুয়ারি (হি.স.) : ফের বার্মিজ সুপারি উদ্ধার করেছে কাছাড় জেলার ধলাই থানার পুলিশ। গতক
‌Burmese betel nut seized in Dhalai, arrested Aminul Islam (file pix of Aminul)


ধলাই (অসম), ২৪ জানুয়ারি (হি.স.) : ফের বার্মিজ সুপারি উদ্ধার করেছে কাছাড় জেলার ধলাই থানার পুলিশ। গতকাল সোমবার ধলাই থানার নাকা চেকিঙে সময় পাঁচটি গাড়ি থেকে ৫১টি বস্তায় ২৯২০ কেজি বার্মিজ সুপারি উদ্ধার করেছিল পুলিশ। পাশাপাশি এই মামলায় ১১ জনকে আটক করা হয়।

আজ মঙ্গলবার ভোরে মিজোরাম থেকে আগত এনএল ০১ কিউ ৭৪৯৭ নম্বরের একটি বারো চাকার লরি থেকে ২৪০ বস্তা বার্মিজ সুপারি উদ্ধার করেছে পুলিশ। বার্মিজ সুপারি ভরতি লরি বাজেয়াপ্ত করার পাশাপাশি গ্রেফতার করা হয়েছে জনৈক আমিনুল ইসলাম নামের লরি চালককে।

পুলিশের হাতে গ্রেফতার লরি চালক মূলত নিম্ন অসমের বরপেটা জেলার বাসিন্দা। মিজোরামের ভাইংরেটি থেকে কালাইন পৌঁছে দেওয়ার জন্য গাড়িতে বার্মিজ সুপারি লোড করা হয়েছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে চালক আমিনুল জানিয়েছে বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা / সমীপ




 

 rajesh pande