ঝাড়গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে চার পথচারীকে ধাক্কা মারল যাত্রীবাহি বাস, আহত তিন যুবক
ঝাড়গ্রাম, ২৪ জানুয়ারি ( হি. স.) : নিয়ন্ত্রণ হারিয়ে চার পথচারীকে ধাক্কা মারল যাত্রীবাহি বাস। এই ঘটনা
ঝাড়গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে চার পথচারীকে ধাক্কা মারল যাত্রীবাহি বাস, আহত তিন যুবক


ঝাড়গ্রাম, ২৪ জানুয়ারি ( হি. স.) : নিয়ন্ত্রণ হারিয়ে চার পথচারীকে ধাক্কা মারল যাত্রীবাহি বাস। এই ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছেন তিন যুবক। আহত ব্যক্তিদের স্থানীয় মানুষজনেরা উদ্ধার করে প্রথমে ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালে পাঠানো হলে সেখানে এক ব্যক্তিকে প্রথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকি তিন ব্যক্তিকে ঝাড়গ্রাম জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার পরে এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা পথ অবরোধ শুরু করেন। পরে পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন বাসিন্দারা। মঙ্গলবার সকালে এই ঘটনাটি ঘটেছে সাঁকরাইল থানার মুকুন্দপুর এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল আটটা নাগাদ গ্রামের সাত আট জন যুবক স্নান করতে যাওয়ার জন্য মুকুন্দপুর পিচ রাস্তা ধরে যাচ্ছিলেন। সেই সময় কেশিয়াড়ি থেকে গোপীবল্লভপুর রুটে যাওয়া একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই যুবকদের সারাসরি ধাক্কা মারে। স্থানীয়দের অভিযোগ বাসটি চালক নয় খালাসি চালাচ্ছিল।যার ফলে এই ঘটনা। বাসের ধাক্কায় গুরুতর জখম হয় মুকুন্দপুর গ্রামের গনেশ পাতর,অর্পন পাতর,শচীন্দ্র পাতর,গুরুপদ পাতর। স্থানীয় গ্রামবাসীরা দ্রুততার সাথে জখমদের উদ্ধার করে স্থানীয় ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।সেখানে গুরুপদ পাতরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকি তিন জনকে ঝাড়গ্রাম জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর গ্রামবাসীরা ওই বাসটিকে তাড়া করলে খালাসি বাসটি রেখে চম্পট দেয়। এদিকে এই ঘটনার পরেই স্থানীয় মানুষ জন পথ অবরোধে সামিল হন মুকুন্দপুর পিচ রাস্তার উপর। তারা দাবি করেন বাসের মালিককে আহতদের যাবতীয় চিকিৎসা খরচ দিতে হবে। এদিকে এই অবরোধের জেরে সমস্যায় পড়েন পথচলতি সাধারণ মানুষজনেরা। পরে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

হিন্দুস্থান সমাচার / গোপেশ




 

 rajesh pande