বালুরঘাটে ভোট উৎসবে সামিল তৃতীয় লিঙ্গের ৭৯ জন
দক্ষিণ দিনাজপুর, ২৬ এপ্রিল (হি.স.): শুক্রবার এ রাজ্যের তিন কেন্দ্র দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে চল
বালুরঘাটে ভোট উৎসবে সামিল তৃতীয় লিঙ্গের ৭৯ জন


দক্ষিণ দিনাজপুর, ২৬ এপ্রিল (হি.স.): শুক্রবার এ রাজ্যের তিন কেন্দ্র দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে চলছে ভোটপর্ব৷ সকাল থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগে৷ মহিলা অথবা পুরুষের মতোই তৃতীয় লিঙ্গের ভোটও গণতন্ত্রে ততটাই জরুরি। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্রে শুক্রবার সকালে ভোটার কার্ড নিয়ে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের ভোটাররা৷বালুরঘাটের ২১ নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে চলছে ভোটগ্রহণ৷ এখানে সকাল সকাল ভোট দিতে যেমন মহিলারা এলেন তেমনি পুরুষরাও এলেন৷ পাশাপাশি বৃদ্ধদের লাইনে দাঁড়ানোর পাশাপাশি ভোট দিতে এলেন তৃতীয় লিঙ্গের ভোটার চম্পা৷ তিনি জানালেন, ভালো লাগছে ভোটাধিকার প্রয়োগ করে৷ নিরিবিলি ও সুষ্ঠু পরিবেশের মধ্যেই তাঁরা ভোট দিতে পারছেন৷ তাঁদের জন্য এই আলাদা ব্যবস্থাতে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন৷তিনি জানান, এর আগে তাঁদের কোনও ভোটার কার্ড ছিল না। বিগত ১০ বছর হল তাঁদের কার্ড হয়েছে। এবার দেশের গণতন্ত্রের অধিকার প্রয়োগ করতে পারছে। বালুরঘাট লোকসভা কেন্দ্রে ৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এবছর বালুরঘাট লোকসভা কেন্দ্রে মহিলা পরিচালিত ৩৬টি বুথ হয়েছে। নিরাপত্তার দায়িত্বেও রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর মহিলা নিরাপত্তা কর্মীরাও।

উল্লেখ্য, বালুরঘাট, কুমারগঞ্জ, তপন, গঙ্গারামপুর, কুশমাণ্ডি, হরিরামপুর ও ইটাহার এই ৭ টি বিধানসভা নিয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্র। বালুরঘাট লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৫ লক্ষ ৫৬ হাজার ৯০৭ জন। তার মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ৭ লক্ষ ৬১ হাজার ৫২ জন। পুরুষ ভোটারের সংখ্যা ৭ লক্ষ ৯৫ হাজার ৭৭৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭৯ জন।

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande