ঝাড়খণ্ডের ধানবাদে বেসরকারি নার্সিংহোমে আগুন, চিকিৎসক দম্পতি-সহ মৃত্যু ৫ জনের
ধানবাদ, ২৮ জানুয়ারি (হি.স.): ঝাড়খণ্ডের ধানবাদে বেসরকারি নার্সিংহোমে আগুন লেগে প্রাণ হারালেন চিকিৎসক
চিকিৎসক দম্পতি-সহ মৃত্যু ৫ জনের


ধানবাদ, ২৮ জানুয়ারি (হি.স.): ঝাড়খণ্ডের ধানবাদে বেসরকারি নার্সিংহোমে আগুন লেগে প্রাণ হারালেন চিকিৎসক দম্পতি-সহ ৫ জন। শনিবার ভোররাতে ধানবাদের হাজরায় অবস্থিত একটি ক্লিনিকে আগুন লাগে। এই আগুনে ক্লিনিকের পরিচালক ডাঃ বিকাশ হাজরা ও তাঁর স্ত্রী ডাঃ প্রেমা হাজরা-সহ ৫ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে টেলিফোন এক্সচেঞ্জ রোডে অবস্থিত হাজরা ক্লিনিকে। খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ভোররাত ২.৩০ মিনিট নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, শনিবার ভোররাত আড়াইটে নাগাদ যখন ক্লিনিকে আগুন লাগে তখন চিকিৎসক দম্পতি-সহ অন্যরা ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর ঘর ধোঁয়ায় ভরে যায় এবং সবাই শ্বাসকষ্টে মারা যান। সূত্রের খবর, হাজরা ক্লিনিকে যখন আগুন লেগেছিল, তখন সেখানে প্রায় ২৫ জন রোগী ভর্তি ছিলেন। তড়িঘড়ি স্বাস্থ্যকর্মীরা সমস্ত রোগীদের অন্য ভবনে নিয়ে গিয়ে প্রাণে বাঁচান। এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ডক্টর বিকাশ হাজরার ভাইপোরও। দু'দিন আগেই কলকাতা থেকে ধানবাদে এসেছিল সে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande