বিজেপিই একমাত্র রাজনৈতিক দল, যা কথা মতো চলে : রাজনাথ সিং
লখিমপুর খেরি ও এটাহ, ২৫ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশে জোরকদমেই চলছে নির্বাচনী প্রচার। বৃহস্পতিবার উত
রাজনাথ সিং


লখিমপুর খেরি ও এটাহ, ২৫ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশে জোরকদমেই চলছে নির্বাচনী প্রচার। বৃহস্পতিবার উত্তর প্রদেশের লখিমপুর খেরি ও এটাহ-তে নির্বাচনী জনসভা করলেন প্রতিরক্ষা মন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা রাজনাথ সিং। এদিন লখিমপুর খেরির নির্বাচনী জনসভায় রাজনাথ সিং বলেছেন, আমরা (বিজেপি) বিভিন্ন ধর্মের বেশিরভাগ ধর্মীয় স্থানের যত্ন নিয়েছি। ভারতের ঐতিহ্যের যত্ন নেওয়া ভারত সরকারের নৈতিক দায়িত্ব, বিজেপিই দেশের একমাত্র রাজনৈতিক দল যা কথা মতো চলে। আমরা যা বলেছি, তা পূরণ করেছি।

অন্যদিকে, এটাহ-র জনসভায় রাজনাথ সিং বলেছেন, একবার কংগ্রেসকে ভারত-চিন সীমান্তে রাস্তা এবং হেলিপ্যাড তৈরি করতে বলা হয়েছিল, যাতে আমাদের সৈন্যরা সীমান্তে যাতায়াত করতে পারেন। কংগ্রেস উত্তর দিয়েছিল, আমরা যদি ভারত-চিন সীমান্তে রাস্তা এবং হেলিপ্যাড তৈরি করি, তাহলে চিন যদি ভারতে প্রবেশ করে এবং তাঁদের হেলিকপ্টার আমাদের হেলিপ্যাডে অবতরণ করে, তাহলে কী হবে! এতেই ভয় পেয়েছিল কংগ্রেস। চিন নিজস্ব এলাকায় রাস্তা, হেলিপ্যাড, এয়ারপোর্ট এবং বাড়ি তৈরি করছে... আমাদের প্রধানমন্ত্রী একটি অঙ্গীকার করেছেন, চিন যদি তাঁদের ভূখণ্ডে এই সমস্ত কিছু তৈরি করে, তাহলে আমরাও আমাদের পাশে একই কাজ করব... এবং এখন এই সব ঘটছে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande