অতিরিক্ত ভিড় হ্রাস করতে এনএফ রেলওয়ে চালাবে আরও কয়েকটি স্পেশাল ট্রেন
গুয়াহাটি, ৩০ মে (হি.স.) : যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ের পক্ষ
NF Railway_Representational image


গুয়াহাটি, ৩০ মে (হি.স.) : যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ের পক্ষ থেকে আরও কয়েকটি একমুখী স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই স্পেশাল ট্রেনগুলি ৩১ মে ও ১ জুন একটি ট্রিপের জন্য চলবে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এক প্রেস বার্তায় এই খবর দিয়ে জানান, ০৫৯৫১ নম্বর ডিব্রুগড়-জম্মু তাওয়াই স্পেশাল ট্রেন ৩১ মে ১৬.৩০ ঘণ্টায় ডিব্রুগড় থেকে রওয়ানা দেবে। এই স্পেশাল ট্রেনটি উত্তর লখিমপুর, রাঙাপাড়া নর্থ, রঙিয়া, নিউ বঙাইগাঁও, নিউ জলপাইগুড়ি, কাটিহার, ছাপরা, লখনউ, মোরাদাবাদ, লুধিয়ানা জংশন রেলওয়ে স্টেশন হয়ে ২ জুন ২১.১০ ঘণ্টায় জম্মু তাওয়াই পৌঁছবে। স্পেশাল ট্রেনটিতে এসি টু টিয়ার, স্লিপার ক্লাস ও সেকেন্ড সিটিং কোচ সহ মোট ২১টি কামরা থাকবে।

এছাড়া ০৫৪৯৯ নম্বর আলিপুরদুয়ার জংশন-পুরী স্পেশাল ট্রেনটি ১ জুন ১১.০০ ঘণ্টায় আলিপুরদুয়ার জংশন থেকে রওয়ানা দেবে। এই স্পেশাল ট্রেনটি বিন্নাগুড়ি, নিউ জলপাইগুড়ি, রামপুরহাট, খড়গপুর, কটক, খুরদা রোড জংশন স্টেশন হয়ে পরের দিন ১১.০০ ঘণ্টায় পুরী পৌঁছবে। স্পেশাল ট্রেনটিতে এসি থ্রি টিয়ার, স্লিপার ক্লাস ও সেকেন্ড সিটিং কোচ সহ মোট ১৬টি কামরা থাকবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ




 

 rajesh pande