ভোটারদের কেন্দ্রীয় বাহিনীর হেনস্থা করার অভিযোগ তৃণমূলের
কলকাতা, ২৬ এপ্রিল (হি.স.): শুক্রবার লোকসভার দ্বিতীয় পর্যায়ের ভোটে দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জে ব
ভোটারদের কেন্দ্রীয় বাহিনীর হেনস্থা করার অভিযোগ তৃণমূলের


কলকাতা, ২৬ এপ্রিল (হি.স.): শুক্রবার লোকসভার দ্বিতীয় পর্যায়ের ভোটে দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জে বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছে। বেশিরভাগ অভিযোগই তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু রাজ্যের শাসক শিবিরও পাল্টা অভিযোগ করেছে। তাঁদের নিশানায় বিজেপি বা সিপিএম-কংগ্রেস নয়, রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলের অভিযোগ, বালুরঘাটের হরিরামপুর বিধানসভার মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতে বুথে এবং রায়গঞ্জের গোয়ালপোখর বিধানসভার গোয়াগাঁও বুথে ভোটারদের হেনস্থা করেছে কেন্দ্রীয় বাহিনী। মহিলা ভোটারদেরও ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল। এই নিয়ে তারা সামাজিক মাধ্যমে পোস্টও করেছে। নির্বাচন কমিশনেও অভিযোগ জানানো হয়েছে। সূত্রের খবর, এই অভিযোগের ভিত্তিতে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ চেয়েছে কমিশন।

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande