২০২৩-২৪ আর্থিক বছরেও ভারতের উন্নয়নের অগ্রগতি বজায় থাকবে : আরবিআই
নয়াদিল্লি, ৩০ মে (হি.স.): মুদ্রাস্ফীতির হারে নিম্নগতির প্রেক্ষিতেই ২০২৩-২৪ আর্থিক বছরেও ভারতের উন্নয়
rbi


নয়াদিল্লি, ৩০ মে (হি.স.): মুদ্রাস্ফীতির হারে নিম্নগতির প্রেক্ষিতেই ২০২৩-২৪ আর্থিক বছরেও ভারতের উন্নয়নের অগ্রগতি বজায় থাকবে বলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) জানিয়েছে। শীর্ষ ব্যাঙ্কের বার্ষিক রিপোর্টে মঙ্গলবার বলা হয়েছে, স্বচ্ছ আর্থিক নীতি, বিভিন্ন সামগ্রীর কম দাম, আর্থিক ক্ষেত্রে সাফল্য, সুস্থ কর্পোরেট ক্ষেত্র এবং সরকারী ব্যয়ের ওপর জোর দিয়ে তৈরি করা আর্থিক নীতির প্রেক্ষিতেই, দেশের বিকাশের অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হবে।

শীর্ষ ব্যাঙ্কের বার্ষিক রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতের মধ্যমেয়াদী প্রবৃদ্ধির সম্ভাবনাকে উন্নত করতে কাঠামোগত সংস্কারকে টিকিয়ে রাখা গুরুত্বপূর্ণ।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande