কাঠমাণ্ডু, ১ অক্টোবর (হি.স.): নেপালের ভূমিধস ও বন্যায় মৃতের সংখ্যা পৌঁছে গেল ২২৫-এ। গত শনিবার থেকে নেপালে যে বিপর্যয় শুরু হয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত তাতে নিখোঁজের সংখ্যা ৩০-এর বেশি। তাই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নেপালের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, নেপালে ভূমিধস ও বন্যায় মৃত্যু হয়েছে ২২৫ জনের। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। ধসের নীচে আরও অনেকেই চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আহতের সংখ্যাও বহু। এই প্রাকৃতিক দুর্যোগে নেপালে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / রাকেশ