নিষিদ্ধ তেল পরিবহণ রুখতে ভেনেজুয়েলার আরও একটি জাহাজ বাজেয়াপ্ত যুক্তরাষ্ট্রের
কারাকাস (ভেনিজুয়েলা), ২১ ডিসেম্বর(হি.স.) : যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। ওয়াশিংটন প্রশাসন কারাকাসের ওপর চাপ বাড়িয়ে ভেনেজুয়েলার দ্বিতীয় একটি বাণিজ্যিক জাহাজ বাজেয়াপ্ত করেছে। এর ফলে দুই দেশের মধ্যে চলমা
ভেনেজুয়েলার তেল ট্যাঙ্কার সম্পূর্ণ নাকাবন্দির নির্দেশ ট্রাম্পের


কারাকাস (ভেনিজুয়েলা), ২১ ডিসেম্বর(হি.স.) : যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। ওয়াশিংটন প্রশাসন কারাকাসের ওপর চাপ বাড়িয়ে ভেনেজুয়েলার দ্বিতীয় একটি বাণিজ্যিক জাহাজ বাজেয়াপ্ত করেছে। এর ফলে দুই দেশের মধ্যে চলমান টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে।

শনিবার (ভারতীয় সময় অনুসারে রবিবার ) মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি ভেনেজুয়েলার তেল বহন করে এশিয়ার উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। চলতি মাসে দ্বিতীয়বার এমন পদক্ষেপ নেওয়া হলো। এদিকে, রাষ্ট্রসংঘ উভয় দেশকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, এর আগে ১০ ডিসেম্বর ‘স্কিপার’ নামের একটি বড় তেল ট্যাঙ্কার বাজেয়াপ্ত করেছিল যুক্তরাষ্ট্র।

মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা দফতরের সচিব ক্রিস্টি নোয়েম সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে জানান, ভোররাতে কোস্ট গার্ড ও নিরাপত্তা দফতরের যৌথ অভিযান চালিয়ে জাহাজটি আটক করে। ভিডিওতে দেখা যায়, একটি হেলিকপ্টার জাহাজটির ওপর নজরদারি করছে।

এদিকে, ভেনেজুয়েলার বিদেশমন্ত্রী জানিয়েছেন, ইরান এই ঘটনাকে ‘সমুদ্রদস্যুতার শামিল’ বলে মন্তব্য করেছে। অন্যদিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মার্কিন সামরিক জাহাজ ও যুদ্ধপোত প্রশান্ত মহাসাগরে মোতায়েন থাকায় পরিস্থিতি আরও জটিল হতে পারে।

উল্লেখযোগ্যভাবে, প্রেসিডেন্ট মাদুরো ইতিমধ্যেই রাষ্ট্রসংঘের কাছে মার্কিন অবরোধ ও চাপের বিরুদ্ধে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। রাষ্ট্রসংঘ উভয় দেশকেই সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande