শ্রদ্ধাঞ্জলি শিলচর প্রেস ক্লাবে, প্রতি বছর প্রয়াণ দিবসে প্রদান করা হবে বিজয়কুমার ভট্টাচার্যের নামাঙ্কিত স্মারক সাংবাদিকতা পুরস্কার : শংকর
শিলচর (অসম), ১ অক্টোবর (হি.স.) : কবি-সাংবাদিক-অধ্যাপক বিজয়কুমার ভট্টাচার্য তাঁর অমর সৃষ্টির মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকবেন। প্রায় চার দশক ধরে সাংবাদিকতার জগতকে তিনি যেভাবে আলোকিত করে গিয়েছেন, তা চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে। আজ মঙ্গলবার শিলচর প্রেস ক্লাবে বিজয়কুমার ভট্টাচার্য স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এই কথাগুলো বলেছেন বক্তারা।
বক্তারা বলেন, সাংবাদিকতার পাশাপাশি কবি হিসেবে, শিক্ষাবিদ হিসেবে তিনি এক উজ্জ্বল, বর্ণময় ব্যক্তিত্বের অধিকারী। বাংলা কবিতার ভুবনে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়ে থাকবেন বিজয়কুমার ভট্টাচার্য। বিজয়কুমার ভট্টাচার্যের জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন প্রেস ক্লাব সভাপতি বিজয়কৃষ্ণ নাথ, সাধারণ সম্পাদক শংকর দে, সাংবাদিক তমোজিৎ ভট্টাচার্য, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, আকসা-র উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, লেখক-সমাজকর্মী আব্দুল শুক্কুর বড়ভুইয়াঁ, গতি দৈনিকের সম্পাদক বিশু দত্তচৌধুরী, ইউটিডিসি সভাপতি সঞ্জিত দেবনাথ, সাংবাদিক নুরুল হুদা লস্কর, সাংবাদিক মকসুদুল চৌধুরী, সাংবাদিক অনিরুদ্ধ লস্কর, সাংবাদিক মেঘনাথ কর, কবি-সাংবাদিক মৃদুলা ভট্টাচার্য, বিশ্বজিৎ নাথ, সুদীপ সিং, বিশ্বজিৎ আচার্য, তাপসরঞ্জন নাথ, রাণু দত্ত, সুকমল দাস, জগৎজ্যোতি রায় প্রমুখ।
আজকের অনুষ্ঠানে পৌরোহিত্য করেন প্রেস ক্লাবের সহ-সভাপতি রিতেন ভট্টাচার্য। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে বলেন, বিজয়কুমার ভট্টাচার্যের সংবাদ প্রতিবেদনে যেমন সমকালীন ঘটনা প্রবাহের চুলচেরা বিশ্লেষন হতো, তেমনি কবিতায়ও উঠে এসেছে সমস্যাদীর্ণ জনজীবনের হাজারো সমস্যা, দুঃখ-যন্ত্রণার কথা। তাই বলে বিজয়কুমার ভট্টাচার্যের মতো কবির কবিতায় প্রেম, বিরহ থাকবে না, তা-তো হতেই পারে না। বস্তুত, প্রেমে আর বিদ্রোহে ঋদ্ধ বিজয়ের ছন্দবদ্ধ কবিতা। অন্যদিকে, ভাষিক আগ্রাসন থেকে শুরু করে নাগরিকত্বের প্রশ্নে সংকট, বরাক উপত্যকায় নাগরিক জীবনের ওপর প্রতিটি বঞ্চনা-বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। ভূমিপুত্র ইস্যুতে সরকারি নীতির ফলে বরাকের পরিচয় ও সংকট নিয়ে গভীরভাবে চিন্তিত ছিলেন বিজয়কুমার ভট্টাচার্য।
শংকর দে বলেন, এটা পরিতাপের বিষয়, সাহিত্য পেনশন, সাংবাদিকতা পেনশন, কোনও কিছুই পাননি বিজয়। তাতে অবশ্য তাঁর কিছু যায়-আসে না। তাতে সরকারের দৈন্য রূপ প্রকট হয়েছে। এ নিয়ে নিন্দা, ধিক্কার জানানো ছাড়া আর কী-ই বা করার আছে।
প্রতি বছর প্রয়াণ দিবসে বরাক নাগরিক সংসদের পক্ষ থেকে প্রদান করা হবে তাঁর নামাঙ্কিত স্মারক সাংবাদিকতা পুরস্কার, জানান তিনি।
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বিজয়কুমার ভট্টাচার্যের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন উপস্থিতরা। শেষ পর্বে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সঙ্গে বিজয়কুমার ভট্টাচার্যের সহধর্মিণী শিখা ভট্টাচার্য, কন্যা শিল্পী ভট্টাচার্য, জামাতা সঞ্জীব কুমার, নাতনি সৃষ্টি ভট্টাচার্য সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি জ্ঞাপন করা হয় গভীর সমবেদনা।
হিন্দুস্থান সমাচার / বিশ্বজিৎ নাথ