শেয়ার বাজারে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে ১২ লক্ষ ৫০ হাজার টাকার প্রতারণা
নয়ডা, ২৭ ডিসেম্বর (হি.স.) : শেয়ার বাজারে বিনিয়োগ করে বেশি লাভের প্রলোভন দেখিয়ে উত্তর প্রদেশের গৌতমবুদ্ধনগর জেলায় এক ব্যক্তির কাছ থেকে ১২ লক্ষ ৫০ হাজার টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম পুলিশ। শনিবার সাইবার ক্রা
শেয়ার বাজারে বিনিয়োগের প্রলোভনে ১২ লক্ষ ৫০ হাজার টাকা প্রতারণা


নয়ডা, ২৭ ডিসেম্বর (হি.স.) : শেয়ার বাজারে বিনিয়োগ করে বেশি লাভের প্রলোভন দেখিয়ে উত্তর প্রদেশের গৌতমবুদ্ধনগর জেলায় এক ব্যক্তির কাছ থেকে ১২ লক্ষ ৫০ হাজার টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম পুলিশ।

শনিবার সাইবার ক্রাইম পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গ্রেটার নয়ডা ওয়েস্টের সুপারটেক ইকো ভিলেজ ওয়ান সোসাইটির বাসিন্দা পবন কুমার মিশ্র ৯ নভেম্বর একটি মেসেজ পান, যেখানে শেয়ার ট্রেডিংয়ে বিনিয়োগ করলে মোটা লাভের আশ্বাস দেওয়া হয়। পরে প্রতারকরা তাঁকে একটি অনলাইন গ্রুপে যুক্ত করে ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে প্রশিক্ষণের নামে বিশ্বাস অর্জন করে।

এদিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১ ডিসেম্বরের পর ধাপে ধাপে অভিযুক্তরা তাঁর কাছ থেকে মোট ১২ লক্ষ ৫০ হাজার টাকা ট্রান্সফার করায়। অ্যাপে বিনিয়োগের অঙ্ক বাড়তে দেখা গেলেও টাকা তুলতে চাইলে অনুমতি দেওয়া হয়নি এবং পরে তাঁকে গ্রুপ থেকে বাদ দেওয়া হয়।

শুক্রবার রাতে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande