
মালদা, ২৭ ডিসেম্বর ( হি. স.): মালদা জেলায় জালনোটের অবৈধ কারবার রুখতে সক্রিয় অভিযান চালাচ্ছে জেলা পুলিশ। তারই অঙ্গ হিসেবে ফের বিপুল পরিমাণ জালনোট উদ্ধার করল পুলিশ। শনিবার সকালে মালদার বৈষ্ণবনগর থানা এলাকার জীবন মোড় থেকে আট লক্ষ টাকার জালনোট সহ এক জালনোট পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আনারুল সেখ। তার বাড়ি বৈষ্ণবনগর থানার বাখরাবাদ এলাকায়। অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে জালনোট সংগ্রহ করে মোটরবাইকে করে অন্যত্র পাচারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। মালদা জেলা পুলিশের স্পেশাল টিম গোপন সূত্রে এই খবর পেয়ে বৈষ্ণবনগর থানাকে জানায়। সেই অনুযায়ী দ্রুত অভিযান চালিয়ে তাকে পাকড়াও করা হয়।তল্লাশি চালিয়ে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে মোট আট লক্ষ টাকার জালনোট। উদ্ধার হওয়া সমস্ত নোটই পাঁচশো টাকার বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে।ঘটনা প্রসঙ্গে মালদা জেলার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, ধৃত পাচারকারী কোথা থেকে এত বিপুল পরিমাণ জালনোট সংগ্রহ করেছিল এবং কোথায় পাচার করতে যাচ্ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এই চক্রের সঙ্গে যুক্ত অন্যদের খোঁজে পুলিশ তৎপরতা বাড়িয়েছে।তদন্তের স্বার্থে ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে তাকে মালদা জেলা আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়