
ব্যারাকপুর, ২৭ ডিসেম্বর ( হি. স.): দক্ষিণ ২৪ পরগনার মডেলের অনুকরণে আগামী জানুয়ারি মাস জুড়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলের প্রতিটি বিধানসভা এলাকায় সেবাশ্রয় শিবিরের আয়োজন করা হচ্ছে। ব্যারাকপুর থেকে বিজপুর পর্যন্ত সমস্ত বিধানসভায় এই শিবির চালু থাকবে বলে জানিয়েছেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। তাঁর দাবি, সাধারণ মানুষ এই সেবাশ্রয় শিবিরে এসে চিকিৎসকদের কাছে নিজেদের শারীরিক সমস্যার কথা জানাতে পারবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ পাবেন।শনিবার সাংসদ পার্থ ভৌমিক জানান, শুধু প্রাথমিক চিকিৎসাই নয়, ক্রিটিক্যাল রোগের চিকিৎসা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা থেকে শুরু করে অপারেশন সংক্রান্ত সুবিধাও এই শিবির থেকেই রোগীরা পেতে পারবেন। তাঁর কথায়, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।তবে সেবাশ্রয় শিবির নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তাঁর বক্তব্য, যখন সর্বত্র সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, তখন আলাদা করে সেবাশ্রয় শিবিরের প্রয়োজন কেন। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, তাহলে কি সরকারি স্বাস্থ্যব্যবস্থা ব্যর্থ হয়েছে?সেবাশ্রয় শিবির ঘিরে এই দুই ভিন্ন মতামতকে কেন্দ্র করে ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতিতে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়