ধর্মনগরে প্রসেনজিৎ হত্যাকাণ্ডে পলাতক দুই অভিযুক্ত গ্রেফতার, তদন্তে গাফিলতি নিয়ে ক্ষোভ
কদমতলা (ত্রিপুরা), ২৭ ডিসেম্বর (হি.স.) : উত্তর ত্রিপুরার ধর্মনগরে পার্সেল ডেলিভারি কর্মী প্রসেনজিৎ সরকারের রহস্যজনক মৃত্যুকাণ্ডে পলাতক থাকা বাকি দুই অভিযুক্তকেও অবশেষে গ্রেফতার করেছে ধর্মনগর থানার পুলিশ। ঘটনাটির ১৩ দিন পর শনিবার সকালে মেঘদ্বীপ ভট
গ্রেফতার দুই  অভিযুক্ত


কদমতলা (ত্রিপুরা), ২৭ ডিসেম্বর (হি.স.) : উত্তর ত্রিপুরার ধর্মনগরে পার্সেল ডেলিভারি কর্মী প্রসেনজিৎ সরকারের রহস্যজনক মৃত্যুকাণ্ডে পলাতক থাকা বাকি দুই অভিযুক্তকেও অবশেষে গ্রেফতার করেছে ধর্মনগর থানার পুলিশ।

ঘটনাটির ১৩ দিন পর শনিবার সকালে মেঘদ্বীপ ভট্টাচার্যকে চুড়াইবাড়ি এলাকা থেকে এবং পিয়ালি ধর (কাল্পনিক নাম) কে প্রেমতলা দমকল অফিস সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাঁদের আদালতে তোলা হলে বিচারক তিন দিনের জেল হাজতের নির্দেশ দেন।

জানা যায়, চলতি মাসের ১৩ তারিখ পার্সেল ডেলিভারি নিয়ে বচসার পর থেকেই নিখোঁজ ছিলেন প্রসেনজিৎ। পরদিন বাড়ির পাশ থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

এদিকে, এর আগে তিন অভিযুক্তকে গ্রেফতার করলেও পুলিশি রিমান্ড না চাওয়ায় তদন্তের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছিল। বাকি দুই অভিযুক্ত গ্রেফতারের পরেও একইভাবে তদন্তের ধরণ নিয়ে ক্ষোভ বাড়ছে। ঘটনাটি ঘিরে এলাকায় ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদ ও অসন্তোষ অব্যাহত রয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande