অসম এবং পশ্চিমবঙ্গে ট্রেনের ৪২টি অতিরিক্ত স্টপেজের সিদ্ধান্ত এনএফ রেলের
গুয়াহাটি, ২৭ ডিসেম্বর (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে চলতি ২০২৫-এ অসম এবং পশ্চিমবঙ্গের নির্বাচিত স্টেশনগুলিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনের অতিরিক্ত স্টপেজের ব্যবস্থা করে যাত্রী সুবিধা এবং সংযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্
অসম এবং পশ্চিমবঙ্গে ট্রেনের ৪২টি অতিরিক্ত স্টপেজের সিদ্ধান্ত এনএফ রেলের


গুয়াহাটি, ২৭ ডিসেম্বর (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে চলতি ২০২৫-এ অসম এবং পশ্চিমবঙ্গের নির্বাচিত স্টেশনগুলিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনের অতিরিক্ত স্টপেজের ব্যবস্থা করে যাত্রী সুবিধা এবং সংযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। যাত্রীদের চাহিদা এবং পরিচালনগত সম্ভাব্যতা মূল্যায়নের পর এই অতিরিক্ত স্টপেজগুলো চালু করা হয়েছে। এর উদ্দেশ্য সেমি-আরবান এবং গ্রামীণ এলাকার বাসিন্দাদের জন্য রেল পরিষেবাগুলিতে আরও ভালো অ্যাক্সেসযোগ্যতা নিশ্চিত করা। এই পদক্ষেপ রেল ভ্রমণকে আরও অন্তর্ভুক্তিমূলক, সুবিধাজনক এবং যাত্রী-বান্ধব করে তোলার প্রতি উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের ধারাবাহিক অঙ্গীকারকে প্রতিফলিত করে।

আজ শনিবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্রেস বার্তায় এ খবর দিয়ে জানান, চলতি ২০২৫-এ উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে সমগ্র অসমে ২৩টি গুরুত্বপূর্ণ যাত্রীবাহী ট্রেনের ৩২টি অতিরিক্ত স্টপেজ প্রদান করেছে। এতে রাজ্যে রেল যোগাযোগ ব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে উন্নতকরেছে। ডিফু, গোয়ালপাড়া টাউন, কোকরাঝাড়, নিউহাফলং-এর মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে এই নতুন স্টপেজগুলো চালু করা হয়েছে।

একইভাবে, পশ্চিমবঙ্গে আটটি যাত্রীবাহী ট্রেনের কুমেদপুর, ওল্ড মালদা, কাঙ্কি-র মতো গুরুত্বপূর্ণ স্থান সহ মোট ১০টি অতিরিক্ত স্টপেজ দেওয়া হয়েছে। এতে উত্তরবঙ্গ জুড়ে সংযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী হবে। যে সব গুরুত্বপূর্ণ ট্রেনে এই অতিরিক্ত স্টপেজগুলো দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে ব্রহ্মপুত্র মেল, কামরূপ এক্সপ্রেস, নর্থইস্ট এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, অবধ আসাম এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এর ফলে অসম এবং পশ্চিমবঙ্গের ছোট শহর এবং উপনগর অঞ্চলের যাত্রীরা বড় জংশনের ওপর নির্ভর না করে সরাসরি দূরপাল্লার রেল পরিষেবা পাবেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande