
কলকাতা, ২৭ ডিসেম্বর (হি. স.) : হরিপালের ইলিপুর গ্রামে জনবহুল ও গুরুত্বপূর্ণ রাস্তার এদিন শিলান্যাস হয়েছে ।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় শনিবার হরিপালের শ্রীপতিপুর - ইলিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত ইলিপুর বাউড়ি পাড়ায় - 'পথশ্রী ও রাস্তাশ্রী' উভয় প্রকল্পের অধীনেই দুটি গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তার শিলান্যাস করলেন হরিপাল বিধানসভা কেন্দ্রের বিধায়িকা ডা. করবী মান্না। ওই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যেই উপস্থিত ছিলেন হরিপাল পঞ্চায়েত সমিতির সভাপতি সুচন্দ্রা ধোলে অধিকারী, পূর্ত কর্মাধ্যক্ষ অলক সাঁতরা, শ্রীপতিপুর ইলিপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সঞ্জয় ধাড়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংশ্লিষ্ট রাস্তাগুলি নির্মিত হলেই সাধারণ মানুষের যাতায়াতের আমূল পরিবর্তন হবে এবং স্থানীয় অর্থনীতির বিকাশ ঘটবে বলেই ধারণা। এলাকার মানুষের সেই অভিমত। হরিপালবাসী সহমত।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত