
কলকাতা, ২৭ ডিসেম্বর (হি. স.) : শনিবার দলের নতুন স্লোগান এবং কর্মসূচির লোগো প্রকাশ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তৃণমূল শিবিরের এবারের নতুন রণধ্বনি— ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’।
শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, আগামী ২ তারিখ থেকেই রাজ্যে বড়সড় রাজনৈতিক কর্মসূচি শুরু করতে চলেছে তৃণমূল। তিনি বলেন, “আগামী ২ তারিখ থেকে আমরা রাস্তায় থাকব। এসআইআরের সময় আমরা কোনো কর্মসূচি নিইনি। কিন্তু এবার আমাদের দায়িত্ব ও কর্তব্য হলো গত ১৫ বছরে রাজ্য সরকার মানুষের জন্য ঠিক কী কী কাজ করেছে, তা প্রতিটি দরজায় পৌঁছে দেওয়া।”
এদিন সরাসরি বিজেপিকেও চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অভিষেক। তাঁর কথায়, “আমাদের যদি মাথানত করতে হয় তবে এ রাজ্যের মানুষের কাছে করব। বিজেপির কাছে করব না।” অর্থাৎ, আসন্ন নির্বাচনে নতিস্বীকার নয়, বরং লড়াইয়ের পথেই যে দল হাঁটবে, সেই বার্তাই তিনি কর্মীদের দিয়েছেন। আগামী ২ তারিখ থেকে তৃণমূলের এই ব্যাপক প্রচার অভিযান রাজ্য রাজনীতির সমীকরণ কতটা বদলাতে পারে, এখন সেটাই দেখার।
হিন্দুস্থান সমাচার / সোনালি