
ব্যারাকপুর, ২৭ ডিসেম্বর ( হি. স.): - এসআইআর-এর শুনানি ক্যাম্পে তৃণমূল নেতার উপস্থিতি ও তদারকি ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে ব্যারাকপুরে। অভিযোগ, নৈহাটির তৃণমূল কংগ্রেসের ব্লক ওয়ান সভাপতি রবী নিয়োগী এসআইআর শুনানি ক্যাম্পের ভিতরে তদারকির ভূমিকায় ছিলেন। সেই সংক্রান্ত ছবি সামনে আসতেই বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি।শনিবার ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তাপস ঘোষ নির্বাচন কমিশনে লিখিত নালিশ জানিয়েছেন। তাঁর অভিযোগ, এসআইআর শুনানি একটি সম্পূর্ণ প্রশাসনিক ও নিরপেক্ষ প্রক্রিয়া হওয়া উচিত। সেখানে শাসক দলের ব্লক সভাপতি যদি উপস্থিত থাকেন, তবে শুনানির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। তিনি আরও দাবি করেন, ওই সময় ব্যারাকপুর ব্লক ওয়ান-এর বিডিও নীরব ছিলেন এবং উলটে বিডিও ও রবী নিয়োগীর কথাবার্তার সিসিটিভি ফুটেজ চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তাপস ঘোষের বক্তব্য, এই পরিস্থিতিতে কোনও অশান্তি হলে তার সম্পূর্ণ দায় প্রশাসনের।অন্যদিকে, অভিযুক্ত রবী নিয়োগী অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর সাফাই, তিনি দলের কোনও কাজে নয়, শুধুমাত্র নিজের এলাকার ভোটারদের সাহায্য করতেই সেখানে গিয়েছিলেন। শুনানির সময় কারও কোনও অসুবিধা হচ্ছে কিনা, তা দেখতেই তিনি উপস্থিত ছিলেন বলে দাবি করেন।যদিও ব্যারাকপুর ১ নম্বর ব্লকের বিডিও দাবি করেছেন, শুনানি ক্যাম্পে কোনও রাজনৈতিক নেতা আসেননি। যাঁরা এসেছিলেন, তাঁরা সকলেই বিডিও অফিসের প্রশাসনিক কাজের সূত্রেই এসেছিলেন। গোটা ঘটনাকে ঘিরে ব্যারাকপুরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়