দিল্লির হাসপাতালে চাকরির প্রলোভনে প্রতারণার অভিযোগ
জিন্দ, ২৭ ডিসেম্বর (হি.স.) : দিল্লির একটি হাসপাতালে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাত লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে শনিবার মামলা দায়ের করেছে হরিয়ানার জিন্দের অন্তর্গত উচনা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলিপুরা গ্রামে
দিল্লির হাসপাতালে চাকরির প্রলোভনে প্রতারণার অভিযোগ


জিন্দ, ২৭ ডিসেম্বর (হি.স.) : দিল্লির একটি হাসপাতালে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাত লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে শনিবার মামলা দায়ের করেছে হরিয়ানার জিন্দের অন্তর্গত উচনা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলিপুরা গ্রামের এক মহিলা অভিযোগে জানিয়েছেন, উদয়পুর গ্রামের জগদীশ ও তাঁর পরিবারের সদস্যরা চাকরি পাইয়ে দেওয়ার নাম করে মোট সাত লক্ষ টাকা নেয়। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে চাকরি না পাওয়ায় টাকা ফেরত চাইলে অভিযুক্তরা বাহানা শুরু করে এবং পরে হুমকিও দেয় বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রতারণার মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande