জামশেদপুরে চালু দরিদ্র ও শ্রমজীবীদের জন্য ৫ টাকার খাবার প্রকল্প
পূর্ব সিংভূম, ২৭ ডিসেম্বর (হি.স.): ঝাড়খণ্ডের জামশেদপুর পশ্চিমের বিধায়ক সরযূ রায় শনিবার মানগো এলাকায় ‘শ্রী বালাজি অন্নপূর্ণা মধ্যাহ্নভোজন’ প্রকল্পের সূচনা করেন। মানগো ডিমনা রোডের আদর্শ নগরে শিবমন্দির সংলগ্ন এলাকায় চালু হওয়া এই পরিষেবায় প্রতিদি
জামশেদপুরে চালু দরিদ্র ও শ্রমজীবীদের জন্য ৫ টাকার খাবার প্রকল্প


পূর্ব সিংভূম, ২৭ ডিসেম্বর (হি.স.): ঝাড়খণ্ডের জামশেদপুর পশ্চিমের বিধায়ক সরযূ রায় শনিবার মানগো এলাকায় ‘শ্রী বালাজি অন্নপূর্ণা মধ্যাহ্নভোজন’ প্রকল্পের সূচনা করেন। মানগো ডিমনা রোডের আদর্শ নগরে শিবমন্দির সংলগ্ন এলাকায় চালু হওয়া এই পরিষেবায় প্রতিদিন দুপুরে মাত্র ৫ টাকায় প্রয়োজনীয় মানুষদের পেটভরে খাবার দেওয়া হবে।

বিধায়ক তহবিলের সাহায্যে চলন্ত খাবারের গাড়ির ব্যবস্থা করা হয়েছে এবং রান্না ও বিতরণের দায়িত্বে রয়েছে স্বর্ণরেখা ক্ষেত্র উন্নয়ন ট্রাস্ট। প্রথম দিন ১২৬ জনকে খিচুড়ি, পাঁপড় ও আচার পরিবেশন করা হয়। বিধায়ক জানান, প্রতিদিন নির্ধারিত মেনু অনুযায়ী ভাত, ডাল, সবজি সহ পুষ্টিকর খাবার দেওয়া হবে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা ও খাবারের মান বজায় রাখতে বিশেষ নজর রাখা হচ্ছে। এই প্রকল্পে দিনমজুর, নির্মাণ শ্রমিক, বাজার কর্মী ও কর্মব্যস্ত সাধারণ মানুষ উপকৃত হবেন। উপভোক্তারা কম খরচে পরিষ্কার ও পরিপূর্ণ খাবার পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande