বাঁশকোপা টোলগেটে দাঁড়িয়ে থাকা লরির পেছনে চারচাকার ধাক্কায় মৃত ২, আহত ১
দুর্গাপুর, ২৭ ডিসেম্বর (হি.স.): জাতীয় সড়কের টোলগেটে ভয়াবহ পথ দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারল একটি চারচাকা গাড়ি। দুর্ঘটনায় জিন্দাল সংস্থার এক জেনারেল ম্যানেজার ও গাড়ির চালকের মৃত্যু হয়েছে। গুরুতর
বাঁশকোপা টোলগেটে দাঁড়িয়ে থাকা লরির পেছনে চারচাকার ধাক্কায় মৃত ২, আহত ১


দুর্গাপুর, ২৭ ডিসেম্বর (হি.স.): জাতীয় সড়কের টোলগেটে ভয়াবহ পথ দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারল একটি চারচাকা গাড়ি। দুর্ঘটনায় জিন্দাল সংস্থার এক জেনারেল ম্যানেজার ও গাড়ির চালকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় আরও এক জিএম হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার দুপুরে দুর্গাপুরের কাঁকসা থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের বাঁশকোপা টোলগেট এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম গৌতম জানা (৫০), জিন্দাল সংস্থার জেনারেল ম্যানেজার এবং গাড়ির চালক রামনিবাস রায় (৬০)। দু’জনেই কলকাতার বাসিন্দা। দুর্ঘটনায় গুরুতর জখম সন্দীপ চক্রবর্তী নামে সংস্থার আরেক জেনারেল ম্যানেজার দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

জানা যায়, এদিন জিন্দাল সংস্থার পক্ষ থেকে দুর্গাপুরের মুচিপাড়ায় একটি হোটেলে বৈঠক ছিল। সেই বৈঠকে যোগ দিতে কলকাতা থেকে গাড়িতে করে আসছিলেন গৌতম জানা ও সন্দীপ চক্রবর্তী। বাঁশকোপা টোলগেটের কাছে পৌঁছতেই দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে তাঁদের গাড়িটি। বিকট শব্দ শুনে টোলকর্মী, স্থানীয় বাসিন্দা ও ট্রাফিক পুলিশ ছুটে আসে। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। শাবল ও কাটার দিয়ে গাড়ির অংশ কেটে দু’জনের দেহ উদ্ধার করা হয়।

জিন্দাল সংস্থার এক কর্মী অরিন্দম মণ্ডল জানান, “মাইথন ইউনিটের দুই জেনারেল ম্যানেজারের মুচিপাড়ার একটি হোটেলে মিটিং ছিল। কলকাতা অফিস থেকেই ফোন করে দুর্ঘটনার খবর জানানো হয়।”

কাঁকসার এসিপি রাজকুমার মালাকার বলেন, “প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গাড়ির নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনা। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি উদ্ধার করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande