
হাওড়া, ২৭ ডিসেম্বর ( হি. স.): এসআইআর শুনানির প্রথম পর্যায়ে হাওড়া জেলায় প্রায় ২ লক্ষ মানুষকে তলব করল নির্বাচন কমিশন। শনিবার থেকেই এই শুনানি পর্ব শুরু হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রথম ধাপে মোট ১ লক্ষ ৯৮ হাজার ভোটারকে শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে।জেলা প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, হাওড়া জেলার গ্রামীণ এলাকায় সংশ্লিষ্ট ব্লক অফিসগুলিতে শুনানি অনুষ্ঠিত হবে। অন্যদিকে শহরাঞ্চলে প্রতিটি বিধানসভা কেন্দ্রে ২ থেকে ৩টি নির্দিষ্ট স্থানে শুনানির ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি শুনানি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা মোতায়েন রাখা হয়েছে যাতে পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায়।নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, শুনানিতে কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি বা বিএলএ উপস্থিত থাকতে পারবেন না। যাঁদের ডাকা হয়েছে, তাঁরা একাই শুনানিতে অংশ নেবেন। শুনানি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট এলাকার বিএলও, ইআরও, মাইক্রো অবজারভার এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।এ বিষয়ে হাওড়া জেলার জেলাশাসক ও জেলা নির্বাচন আধিকারিক জানান, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যেই প্রথম পর্যায়ের শুনানি শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রয়োজন হলে পরবর্তী পর্যায়ে আরও কিছু ভোটারকে শুনানির জন্য তলব করা হতে পারে।এদিকে, ইতিমধ্যেই হাওড়া জেলা গ্রন্থাগারে গঠিত শুনানি ক্যাম্পে সকাল থেকেই মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়