প্রেমের সন্দেহে হত্যার অভিযোগে গ্রেফতার দুই অভিযুক্ত
রায়পুর, ২৭ ডিসেম্বর (হি.স.): প্রেমের সম্পর্কের সন্দেহে এক যুবককে খুনের ঘটনায় হিস্ট্রিশিটার-সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে রায়পুর পুলিশ। ঘটনাটি বিধানসভা থানা এলাকার ছাপোরা গ্রামের। পুলিশ সূত্রে জানা গেছে, ২৩ ডিসেম্বর ছপোরা গ্রামের কাছে একটি ক
প্রেমের সন্দেহে হত্যার অভিযোগে গ্রেফতার দুই অভিযুক্ত


রায়পুর, ২৭ ডিসেম্বর (হি.স.): প্রেমের সম্পর্কের সন্দেহে এক যুবককে খুনের ঘটনায় হিস্ট্রিশিটার-সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে রায়পুর পুলিশ। ঘটনাটি বিধানসভা থানা এলাকার ছাপোরা গ্রামের।

পুলিশ সূত্রে জানা গেছে, ২৩ ডিসেম্বর ছপোরা গ্রামের কাছে একটি ক্ষেতে অজ্ঞাত পরিচয়ের যুবকের দেহ উদ্ধার হয়। দেহটি আংশিক দগ্ধ ছিল এবং মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়। ময়নাতদন্তে মাথায় আঘাতজনিত কারণে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।

তদন্তে মৃত যুবকের পরিচয় ললিত কুমার ধীওয়ার (২২), বাসিন্দা খারোরা থানার কুড়া (বাঙ্গোলি) গ্রামের হিসেবে শনাক্ত হয়। পুলিশ জানতে পারে, মৃত্যুর আগে ললিতকে শেষবার দেখা গিয়েছিল ছপোরা গ্রামের অজিত কুমার লাহরে ওরফে হরজিত (হিস্ট্রিশিটার) এবং অর্জুন ধ্রুবের সঙ্গে।

পুলিশি জেরায় অভিযুক্তরা খুনের কথা স্বীকার করেছে। অভিযুক্ত অর্জুন ধ্রুবের সন্দেহ ছিল, তার বোনের সঙ্গে মৃত যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে। এই সন্দেহ থেকেই ২১ ডিসেম্বর নির্জন স্থানে লোহার রড ও কাঠের বাটাম দিয়ে ললিতের মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। পরে দেহে আগুন লাগানো হয় এবং প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়।

অভিযুক্তদের দেখানো মতে পুলিশ মৃতের মোটরবাইক, মোবাইল ফোন ও হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। দুই অভিযুক্তকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande