বর্ণবাদী আচরণের জন্য লাৎসিও-আতলেতিকোর শাস্তি
নিওঁয়ে, ১২ অক্টোবর (হি.স.): সমর্থকদের বর্ণবাদী আচরণের মাশুল দিতে হচ্ছে ইউরোপের দুই ক্লাব লাৎসিও ও আতলেতিকো মাদ্রিদকে। অর্থ জরিমানারা পাশাপাশি ভিন্ন শাস্তিও দেওয়া হয়েছে এই দুই ক্লাবকে। তাদের শাস্তি দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা। আনু
বর্ণবাদী আচরণের জন্য লাৎসিও-আতলেতিকোর শাস্তি


নিওঁয়ে, ১২ অক্টোবর (হি.স.): সমর্থকদের বর্ণবাদী আচরণের মাশুল দিতে হচ্ছে ইউরোপের দুই ক্লাব লাৎসিও ও আতলেতিকো মাদ্রিদকে।

অর্থ জরিমানারা পাশাপাশি ভিন্ন শাস্তিও দেওয়া হয়েছে এই দুই ক্লাবকে। তাদের শাস্তি দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা।

আনুষ্ঠানিক বিবৃতিতে শুক্রবার রাতে উয়েফা জানিয়েছে, ইউরোপা লিগে লাৎসিওর পরের ম্যাচে তাদের ঘরের মাঠের গ্যালারির দুটি সেক্টর বন্ধ রাখা হবে। আগামী ৭ নভেম্বর ইতালির শীর্ষ লিগ সেরি আর দলটি খেলবে পোর্তোর সঙ্গে।

এর পাশাপাশি ৪৫ হাজার ইউরো জরিমানাও দিতে হবে তাদের। নিসের বিপক্ষে ইউরোপা লিগের ৪-১ গোলে জয় পাওয়া ম‍্যাচে কিছু দর্শকের বর্ণবাদী আচরণের জন‍্য লাৎসিওর এই শাস্তি। আর গত সপ্তাহে চ‍্যাম্পিয়ন্স লিগে বেনফিকার কাছে ৪-০ গোলে হেরে যাওয়া ম্যাচে বর্ণবাদী ও বৈষম্যপূর্ণ আচরণ করেন আতলেতিকোর সমর্থরা। তাই তাদের ৩০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande