শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের
শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল চিত্র)


।। রাজীব দে ।।

ঢাকা, ১৮ অক্টোবর (হি.স.) : আওয়ামি লিগ সভানেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৮ নভেম্বরের মধ্যে তাঁকে ট্রাইবুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগ সংক্রান্ত মামলার বিচার প্রক্রিয়া শুরুর প্রথম দিনই হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ট্র্যাাইব্যুনালের (পুরাতন) মূল ভবনের সংস্কার কাজ চলছে। তাই ভবন সংলগ্ন অস্থায়ী ট্রাইব্যুনালে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়।

এক পর্যায়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মহম্মদ গোলাম মর্তুজা মজুমদার সহ অপর দুই বিচারকের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মহম্মদ তাজুল ইসলাম।

এর পর ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেয়। আরেক মামলায় ওবায়দুল কাদের সহ ৪৬ জনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন দুই বিচারপতি।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande